Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Diego Maradona

অবস্থা খুবই খারাপ, হাঁটু প্রতিস্থাপন করতে হবে মারাদোনাকে

ওচোয়ার মতে, মারাদোনার হাঁটুতে আর কোনও কার্টিলেজ অবশিষ্ট নেই। বাত এতটাই ভয়াবহ অবস্থায় যে প্রতিস্থাপন করতেই হবে হাঁটু। বেশ কয়েক বছর ধরেই বাতে ভুগছেন তিনি। এখন হাঁটতে রীতিমতো কষ্ট হচ্ছে তাঁর।

বাতের ব্যথায় কষ্ট পাচ্ছেন মারাদোনা। ছবি: রয়টার্স।

বাতের ব্যথায় কষ্ট পাচ্ছেন মারাদোনা। ছবি: রয়টার্স।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ অক্টোবর ২০১৮ ১৩:২৭
Share: Save:

দিয়েগো মারাদোনা মানেই বল পায়ে জাদু। কিন্তু কিংবদন্তি ফুটবলার এখন ভুগছেন হাড়ের বাতে। হাঁটতে প্রায় পারছেনই না। ডাক্তার জানিয়ে দিয়েছেন যে তাঁর দরকার অবিলম্বে হাঁটু প্রতিস্থাপনের।

মারাদোনার অর্থোপেডিক সার্জন জারমান ওচোয়া আর্জেন্টিনার টিওয়াইসি স্পোর্টস চ্যানেলে বলেছেন, "পায়ের হাড়গুলো একে অন্যের সঙ্গে ঘষা খাচ্ছে। অস্টিওআর্থারাইটিস বা হাড়ের গাঁটে গাঁটে বাত বেশ মারাত্মক পর্যায়ে। পা ফুলছে অনেকটা। ব্যথাও হচ্ছে।" তবে অস্ত্রোপচার করানো হবে কিনা, সেই সিদ্ধান্ত মারাদোনাকেই নিতে হবে বলে জানিয়েছেন তিনি।

ওচোয়ার মতে, মারাদোনার হাঁটুতে আর কোনও কার্টিলেজ অবশিষ্ট নেই। বাত এতটাই ভয়াবহ অবস্থায় যে প্রতিস্থাপন করতেই হবে হাঁটু। বেশ কয়েক বছর ধরেই বাতে ভুগছেন তিনি। এখন হাঁটতে রীতিমতো কষ্ট হচ্ছে তাঁর।

আরও পড়ুন: বোকার মতো রান আউট! আজহারের আগেও যাঁরা যাঁরা​

আরও পড়ুন: ৩০ অক্টোবর জার্মানি যাচ্ছেন স্বপ্না

মারাদোনা এখন মেক্সিকোয় কোচিং করাচ্ছেন। ছবি: এএফপি।

প্রসঙ্গত, ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী মারাদোনা গত মাসে মেক্সিকোর দ্বিতীয় টিয়ারের ক্লাব ডোরাডাস ডি সিনালোয়াতে কোচ হিসেবে কাজ শুরু করেছেন।তবে তাঁর কোচিং-জীবন খুব উজ্জ্বল নয়।একসময় বিশ্বকাপেও আর্জেন্টিনার কোচ ছিলেন। কিন্তু, তাঁর ফুটবল-জীবন যত বর্ণময়ই হোক না কেন, কোচিং-জীবন একেবারেই সাদামাটা।

(ক্রিকেটের খবর,ফুটবলের খবর, টেনিসের খবর, হকির খবর - খেলার খবরের সেরা ঠিকানা আমাদের খেলা বিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Football Diego Maradona Osteoarthritis Argentina
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE