Advertisement
E-Paper

সৌরভের চুক্তি দীর্ঘমেয়াদি করা নিয়ে বোর্ডে কর্তাদের মতদ্বৈধ

বাংলাদেশ সফরে ভারতীয় দল নিয়ে কে যাচ্ছেন, ফাতুল্লাহ-এ প্রথম টেস্ট ম্যাচ শুরুর মাত্র পনেরো দিন আগেও চূড়ান্ত করা গেল না। ভারতীয় ক্রিকেট ইতিহাসে নজিরবিহীন পরিস্থিতি যে সফরের এত কাছে এসেও টিম ডিরেক্টর নিয়ে ধোঁয়াশা কাটায়নি ভারতীয় বোর্ড। প্রতি দিনই শোনা যাচ্ছে আজ ঘোষণা হবে। আর প্রতি দিনই তা পেছোচ্ছে। বোর্ডের সঙ্গে জড়িত একজন বললেন, ৫ জুন ভারতীয় দল একসঙ্গে হচ্ছে। তার দু’দিন আগে জানালেই তো হল।

গৌতম ভট্টাচার্য

শেষ আপডেট: ২৭ মে ২০১৫ ০২:৩৭
দুই চরিত্র

দুই চরিত্র

বাংলাদেশ সফরে ভারতীয় দল নিয়ে কে যাচ্ছেন, ফাতুল্লাহ-এ প্রথম টেস্ট ম্যাচ শুরুর মাত্র পনেরো দিন আগেও চূড়ান্ত করা গেল না। ভারতীয় ক্রিকেট ইতিহাসে নজিরবিহীন পরিস্থিতি যে সফরের এত কাছে এসেও টিম ডিরেক্টর নিয়ে ধোঁয়াশা কাটায়নি ভারতীয় বোর্ড। প্রতি দিনই শোনা যাচ্ছে আজ ঘোষণা হবে। আর প্রতি দিনই তা পেছোচ্ছে। বোর্ডের সঙ্গে জড়িত একজন বললেন, ৫ জুন ভারতীয় দল একসঙ্গে হচ্ছে। তার দু’দিন আগে জানালেই তো হল।
এটা যদি রসিকতা না হয়ে থাকে, তা হলে প্রশাসনিক ব্যর্থতা আর মতদ্বৈধের অত্যন্ত খারাপ নজির হয়ে থাকবে। শ্রীনি-জমানাতেও এমন কিছু হয়নি।
এখনও সৌরভ গঙ্গোপাধ্যায়ই ভারতীয় দলের দায়িত্ব পাওয়ার দৌড়ে সর্বসম্মত ভাবে এগিয়ে। তাঁর চুক্তির মেয়াদ নিয়ে বোর্ড প্রেসিডেন্ট ও সচিবের মধ্যে মতদ্বৈধ না হলে সৌরভ হয়তো মঙ্গলবারই ডিরেক্টর হিসেবে নির্বাচিত হয়ে যেতেন। কিন্তু বোর্ডের কিছু প্রভাবশালী অংশ সৌরভের ইচ্ছে অনুযায়ী তাঁকে চার বছরের চুক্তি দিতে গররাজি। এঁরা বলছেন, এত দীর্ঘমেয়াদি চুক্তি কী করে দেওয়া যেতে পারে? আগে কাউকে তো এত লম্বা মেয়াদ দেওয়া হয়নি। গুজব ছড়িয়েছে যে, এ নিয়ে বোর্ড সচিব ও প্রেসিডেন্টে পরিষ্কার মতবিরোধ দেখা দেয়। সংবিধান অনুযায়ী বোর্ডে প্রেসিডেন্টই সর্বেসর্বা। এ সব কোচ/ডিরেক্টর মনোনয়নের ব্যাপারে তাঁর সচিবের আপত্তিকে প্রশ্রয় দেওয়ার প্রয়োজনই নেই। কিন্তু এই ডালমিয়া শারীরিক কারণে যথেষ্ট কাবু। আগেকার দিন হলে তখনই সৌরভের নাম চূড়ান্ত করে প্রেস রিলিজ পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতেন। এই ডালমিয়া অনেক রক্ষণাত্মকও। সব দিক দেখেশুনে পা ফেলতে চান। তিনি ইস্যুটা ঝুলিয়েই রাখলেন।

এই ঝুলে থাকাটা বেশ বিস্ময়কর কারণ দৌড়ে সৌরভই একমাত্র প্রতিযোগী। অন্য জন, রবি শাস্ত্রী কেবল বাংলাদেশে দল নিয়ে যেতে পরিষ্কার অনিচ্ছুক। সচিবকে তিনি জানিয়ে দিয়েছেন ওই টুকরো টুকরো করে দায়িত্ব নিতে আমি চাই না। হয় পুরো দু’বছর দাও, নয়তো কিছুই দিও না। শুধুমাত্র বাংলাদেশে রবি যে দল নিয়ে যেতে অস্বীকৃত হয়েছেন, তা তীব্র মন্ত্রগুপ্তির বাতাবরণে হওয়া মঙ্গলবার আলিপুর রোডের বৈঠকে প্রেসিডেন্টকে জানিয়েও দেওয়া হয়েছে।

মুম্বইয়ে এ দিনই কলকাতা থেকে পৌঁছনো শাস্ত্রীকে ধরা গেল না। বুধবার তাঁর জন্মদিন এবং বন্ধুদের ভিড় রয়েছে বাড়িতে প্রাক্ জন্মদিনের উৎসব পালনে। তাঁর ঘনিষ্ঠ এক ক্রিকেটার বললেন, ‘‘রবি তো ঠিকই করেছে। ও কি ইউজ অ্যান্ড থ্রো নাকি যে বোর্ড বাংলাদেশ নিয়ে যাবে, আবার ছুড়ে ফেলে দেবে? দায়িত্ব দিলে পুরো দু’বছর দিক। অন্তত দেড়।’’

দুই নির্বাচক

বোর্ডমহলে কারও কারও মনে হচ্ছে, বোর্ড সচিব সৌরভের ক্রিকেটীয় দক্ষতা সম্পর্কে যথেষ্ট শ্রদ্ধাশীল হয়েও শাস্ত্রীর প্রতি দুর্বল। তার কারণ সচিবের ঘনিষ্ঠমহল নিশ্চিত নয় মাত্র আট মাস দূরে থাকা ২০১৬-র টি-টোয়েন্টি বিশ্বকাপে এর ফলে ধোনি-গাঙ্গুলি মিশ্রণটা ঠিক কেমন দাঁড়াবে। দুটো ভিন্নধর্মী দর্শন আর ব্যক্তিত্বের সংঘাত হবে না তো? সচিবের ঘনিষ্ঠমহলে কেউ কেউ বলছেন, শাস্ত্রী ওই অবধি করে বিশ্বকাপের পর সৌরভ আসুক না পাকাপাকি ভাবে।

ডালমিয়া যা শুনতেই রাজি নন। শাস্ত্রীকে বড়জোর বাংলাদেশ অবধি স্টপগ্যাপ ব্যবস্থা হিসেবে ছেড়ে দিতে তিনি রাজি ছিলেন। এর বেশি নয়। তাঁর পছন্দ সৌরভ। আর সংবিধান অনুযায়ী তাঁর হাতেই তো যাবতীয় ক্ষমতা।

আগামী ক’দিনে এ বার দেখার, ডালমিয়া সেই পুরনো তেজের ঝলক দেখাতে পারেন? না হালফিলের নিরাপদ রক্ষণাত্মক স্টাইল আঁকড়ান, যা তাঁর ঘনিষ্ঠদের কাছেও অসহ্য হয়ে দাঁড়াচ্ছে।

long term appointment bcci and saurav saurav gangopadhyay abpnewsletters saurav bcci saurav high performance manager gautam bhattacharya
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy