Advertisement
E-Paper

বার্ষিক অনুষ্ঠানে দোশী-কাঁটা

সিএবি-র লাইফ টাইম অ্যচিভমেন্ট অ্যাওয়ার্ড নিতে শহরে আসতে পারছেন না দিলীপ দোশী। পেশাগত কারণে ওই সময় তাঁকে জেনিভায় থাকতে হবে বলে সিএবি-কে ই-মেল করে জানিয়ে দিয়েছেন বাংলা এবং ভারতের হয়ে খেলা এই বাঁ-হাতি স্পিনার।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ জুলাই ২০১৫ ০২:২১

সিএবি-র লাইফ টাইম অ্যচিভমেন্ট অ্যাওয়ার্ড নিতে শহরে আসতে পারছেন না দিলীপ দোশী। পেশাগত কারণে ওই সময় তাঁকে জেনিভায় থাকতে হবে বলে সিএবি-কে ই-মেল করে জানিয়ে দিয়েছেন বাংলা এবং ভারতের হয়ে খেলা এই বাঁ-হাতি স্পিনার। সিএবি-র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী শনিবার। যে দিন দোশীর নাম ঘোষণা করে সিএবি, সে দিনই তিনি লন্ডন থেকে এবিপি-কে জানিয়েছিলেন এই অনিশ্চয়তার কথা। সিএবি কর্তাদেরও তখন একই কথা বলেছিলেন। দু’দিন আগেই ই-মেল করে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছেন দোশী। সিএবি-র ইতিহাসে আজ পর্যন্ত এমন ঘটনা ঘটেনি যে সারা জীবনের অবদানের জন্য যাঁকে সম্মানিত করা হয়েছে, তিনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে থাকতে পারছেন না। এ বার তাঁর মনোনীত প্রার্থী এই পুরস্কার নেবেন।

lifetime award dilip doshi cab cab lifetime award
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy