Advertisement
১৭ এপ্রিল ২০২৪
Tennis

ফেডেরারকে স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন জোকোভিচ

সিনসিনাটি মাস্টার্সে এই প্রথমবার চ্যাম্পিয়ন হলেন নোভাক জোকেভিচ। রবিবার রাতে ফাইনালে রজার ফেডেরারকে হারিয়ে গড়লেন ইতিহাস। ইউএস ওপেনের আগে এই জয়কে গুরুত্ব দিচ্ছে টেনিসমহল।

সাফল্যের হাসি জোকোভিচের মুখে। ছবি: এএফপি।

সাফল্যের হাসি জোকোভিচের মুখে। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
সিনসিনাটি শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৮ ১৪:৩৭
Share: Save:

টেনিস ইতিহাসে নজির সৃষ্টি করলেন নোভাক জোকোভিচ। প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে নয়টি মাস্টার্সেই খেতাব জিতলেন তিনি। রবিবার রাতে সিনসিনাটি ওপেনের ফাইনালে তিনি স্ট্রেট সেটে কার্যত উড়িয়েই দিলেন সাতবারের চ্যাম্পিয়ন রজার ফেডেরারকে। ম্যাচের ফল ৬-৪, ৬-৪।

এর আগে সিনসিনাটি মাস্টার্সে পাঁচবার খেলেও কখনও চ্যাম্পিয়ন হননি জোকোভিচ। ফাইনালে যে ভাবে তিনি ফেডেরারকে হারিয়েছেন, তাতে আসন্ন ইউ এস ওপেনের ফাইনালে তাঁকেই ফেভারি়ট হিসেবে মানছে টেনিসদুনিয়া। কেরিয়ারে এই প্রথমবার ইউ এস ওপেনের আগে হার্ডকোর্টে কোনও ফাইনালে হারলেন ফেডেরার।

চ্যাম্পিয়ন হওয়ার পর জোকোভিচ বলেছেন, “এখানে এর আগে পাঁচবার ফাইনালে খেলেছি। আর বেশির ভাগ ফাইনালেই হেরেছি গ্রেট রজারের কাছে। তোমাকে ধন্যবাদ, এবার আমাকে জিততে দেওয়ার জন্য। আমার কাছে এটা স্বপ্নপূরণ। অবশেষে জিতলাম সিনসিনাটিতে। আর সেটাও সর্বকালের সেরা রজারের বিরুদ্ধে।”

২০ গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেডেরার মেনে নিয়েছেন যে সেরা ছন্দে তিনি ছিলেন না। ৩৭ বছর বয়সি সুইস তারকার সামনে ছিল কেরিয়ারের ৯৯তম ট্রফির হাতছানি। কিন্তু, তিনি পারলেন না। ফেডেরার বলেছেন, “নোভাক গ্রেট চ্যাম্পিয়ন। যোগ্য হিসেবেই ইতিহাস সৃষ্টি করল ও। আমি একেবারেই সেরা ফর্মে ছিলাম না। ফোরহ্যান্ডে প্রত্যেক দ্বিতীয় সার্ভ মিস করেছি। জানি না এটা কেন হচ্ছিল। তবে অজুহাত খুঁজছি না। নোভাক যোগ্য হিসেবেই জিতেছে।”

আরও পড়ুন: ভারত-পাকিস্তান না ভাঙলে কেমন হত সর্বকালের সেরা একাদশ

আরও পড়ুন: শুটিংয়ে দ্বিতীয় পদক, দীপকের রুপো এশিয়ান গেমসে

(ক্রিকেটের খবর,ফুটবলের খবর, টেনিসের খবর, হকির খবর - খেলার খবরের সেরা ঠিকানা আমাদের খেলা বিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tennis Novak Djokovic Roger Federer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE