Advertisement
২৭ এপ্রিল ২০২৪
US Open 2020

প্রথম দু’সেটে পিছিয়ে পড়ে মরিয়া লড়াই, যুক্তরাষ্ট্র ওপেনে স্বপ্নপূরণ থিমের

এর আগে তিন-তিন বার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেছিলেন থিম। আর তিন বারই খেতাব জয়ের সুযোগ হাতছাড়া করেছিলেন তিনি।

যুক্তরাষ্ট্র ওপেনের নতুন রাজা দমিনিক থিম।ছবি-টুইটার থেকে।

যুক্তরাষ্ট্র ওপেনের নতুন রাজা দমিনিক থিম।ছবি-টুইটার থেকে।

সংবাদ সংস্থা
নিউ ইয়র্ক শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২০ ১৩:১৫
Share: Save:

রাফায়েল নাদাল ছিলেন না। ছিলেন না রজার ফেডেরারও। টুর্নামেন্ট চলাকালীন মহিলা লাইন জাজকে বল দিয়ে আঘাত করে বহিষ্কৃত হওয়ায় ছিল না নোভাক জোকোভিচের চ্যালেঞ্জও।

ফলে, যুক্তরাষ্ট্র ওপেন জেতার দারুণ সুযোগ এসে গিয়েছিল তরুণদের সামনে। সেই সুযোগ কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র ওপেন জিতে নিলেন অস্ট্রিয়ার দমিনিক থিম। নাটকীয় ফাইনালে থিম দুই সেটে পিছিয়ে পড়েও দারুণ ভাবে ফিরে এসে ২-৬, ৪-৬, ৬-৪, ৬-৩, ৭-৬ (৮-৬)-এ হারালেন জার্মানির আলেকজান্ডার জেরেভকে।

এর আগে তিন-তিন বার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেছিলেন থিম। আর তিন বারই খেতাব জয়ের সুযোগ হাতছাড়া করেছিলেন তিনি। ২০১৮ ও ২০১৯ সালে যথাক্রমে ফরাসি ওপেন ও অস্ট্রেলিয়ান ওপেনের পরে এ বছরের অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালেও গ্র্যান্ড স্ল্যাম জেতার স্বপ্ন ভেঙে গিয়েছিল থিমের। রবিবারের যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালের শুরুটাও ভাল হয়নি অস্ট্রিয়ার তারকার। প্রথম দুটো সেট জিতে নেন বরিস বেকারের দেশের জেরেভ।

আরও পড়ুন: মুখোমুখি বসে দাবা খেলাটা সবচেয়ে বেশি মিস করি: বিশ্বনাথন আনন্দ

থিম পিছিয়ে পড়ায় অনেকেই ধরে নিয়েছিলেন এ বারও তাঁকে খালি হাতেই ফিরতে হবে। কিন্তু অন্য কিছু ভেবেছিলেন থিম। এর পর আর্থার অ্যাশ স্টেডিয়াম দেখল এক অন্য থিমকে। মরিয়া লড়াই করে ম্যাচে ফিরে আসেন তিনি। তৃতীয় ও চতুর্থ সেট থিম জেতায় ম্যাচ গড়ায় পঞ্চম সেটে। সেখানেও দুই তরুণের হাড্ডাহাড্ডি লড়াই হয়। এই থিম উইনার মারেন তো পরক্ষণেই ঘুরে দাঁড়ান জেরেভ। চার ঘন্টার ফাইনাল এক অন্য মাত্রায় পৌঁছয়। শারীরিক সক্ষমতা ও মানসিক শক্তি কাজে লাগিয়ে শেষ হাসি হাসেন থিম। চতুর্থ বারের ফাইনালে আর তিনি ভাগ্য বিড়ম্বিত নন। ইতিহাসকেও ছুঁলেন থিম। তাঁর আগে পিছিয়ে থেকে যুক্তরাষ্ট্র ওপেন জেতার নজির আছে মাত্র একবারই। প্যাঞ্চো গঞ্জালেজ ১৯৪৯ সালে পিছিয়ে থেকে চ্যাম্পিয়ন হয়েছিলেন।

২০১৪ সালের পরে যুক্তরাষ্ট্র ওপেন পেল নতুন এক চ্যাম্পিয়নকে। ছ’বছর আগে এখানে খেতাব জিতেছিলেন মারিন চিলিচ। ফ্ল্যাশিং মেডোতে এ বার নতুন রাজা দমিনিক থিম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dominic Thiem Alexander Zverev US Open 2020
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE