রাফায়েল নাদাল ছিলেন না। ছিলেন না রজার ফেডেরারও। টুর্নামেন্ট চলাকালীন মহিলা লাইন জাজকে বল দিয়ে আঘাত করে বহিষ্কৃত হওয়ায় ছিল না নোভাক জোকোভিচের চ্যালেঞ্জও।
ফলে, যুক্তরাষ্ট্র ওপেন জেতার দারুণ সুযোগ এসে গিয়েছিল তরুণদের সামনে। সেই সুযোগ কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র ওপেন জিতে নিলেন অস্ট্রিয়ার দমিনিক থিম। নাটকীয় ফাইনালে থিম দুই সেটে পিছিয়ে পড়েও দারুণ ভাবে ফিরে এসে ২-৬, ৪-৬, ৬-৪, ৬-৩, ৭-৬ (৮-৬)-এ হারালেন জার্মানির আলেকজান্ডার জেরেভকে।
এর আগে তিন-তিন বার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেছিলেন থিম। আর তিন বারই খেতাব জয়ের সুযোগ হাতছাড়া করেছিলেন তিনি। ২০১৮ ও ২০১৯ সালে যথাক্রমে ফরাসি ওপেন ও অস্ট্রেলিয়ান ওপেনের পরে এ বছরের অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালেও গ্র্যান্ড স্ল্যাম জেতার স্বপ্ন ভেঙে গিয়েছিল থিমের। রবিবারের যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালের শুরুটাও ভাল হয়নি অস্ট্রিয়ার তারকার। প্রথম দুটো সেট জিতে নেন বরিস বেকারের দেশের জেরেভ।