Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Sports News

বিরাট, এবির সঙ্গে খেলার স্বপ্ন দেখতাম

বেঙ্গালুরুতে নিলামের প্রথম দিনই তাঁকে ৩ কোটি ৬০ লাখে কিনে নিয়েছিল আরসিবি। যে আরসিবি আগে থেকেই ধরে রেখেছিল বিরাট কোহালি, এবি ডি ভিলিয়ার্স ও সরফরাজ খানকে।

ব্রেন্ডন ম্যাকালাম। —ফাইল চিত্র।

ব্রেন্ডন ম্যাকালাম। —ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০১৮ ১৪:৪৯
Share: Save:

নিলামে তাঁকে তুলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তিনি নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালাম। আইপিএল খেলতে পারার খুশির থেকেও বেশি তিনি আপ্লুত বিরাট কোহালি ও এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে খেলতে পারার জন্য। আর সে কথা টুইট করেই গোটা বিশ্বকে জানিয়ে দিয়েছেন স্বয়ং ম্যাকালাম।

বেঙ্গালুরুতে নিলামের প্রথম দিনই তাঁকে ৩ কোটি ৬০ লাখে কিনে নিয়েছিল আরসিবি। যে আরসিবি আগে থেকেই ধরে রেখেছিল বিরাট কোহালি, এবি ডি ভিলিয়ার্স ও সরফরাজ খানকে। নিলামে আরটিএম ব্যবহার করে যুজবেন্দ্র চাহালকে ধরে রেখেছে তারা। এ ছাড়া ক্রিস ওকস, কুইন্টন দে’কুক, ওয়াশিংটন সুন্দরদেরও দলে নিয়েছে বিরাটের দল। তাঁদের মধ্যেই রয়েছেন ম্যাকালাম।

রবিবার ম্যাকালাম টুইটে লেখেন, ‘‘আরসিবির অংশ হতে পেরে আমি খুব খুশি। বিরাট কোহালি ও এবি ডি ভিলিয়ার্স, এমন দু’জন যাদের সঙ্গে খেলার আমি স্বপ্ন দেখতাম।’’ তার জবাবে ডি ভিলিয়ার্স পাল্টা টুইট করেন, ‘‘আমরা দারুণ মজা করব। আর অপেক্ষা করতে পারছি না।’’ গত আইপিএল-এ ম্যাকালাম খেলেছিলেন গুজরাত লায়ন্সের হয়ে।

আরও পড়ুন সর্বোচ্চ দাম স্টোকসের চমক উনাদকটের

আরও পড়ুন সর্বোচ্চ দাম স্টোকসের চমক উনাদকটের ! ’

আরও পড়ুন সর্বোচ্চ দাম স্টোকসের চমক উনাদকটের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE