Advertisement
১৮ এপ্রিল ২০২৪

বিরাটদের সংবর্ধনা বাতিল, ‘নেতা’ ধোনির খোঁজে বেদী

পুলওয়ামায় জঙ্গি হানায় ৪০ জওয়ানের মৃত্যুর জেরে দিল্লি ক্রিকেট সংস্থা বিরাট কোহালির সংবর্ধনা বাতিল করল। ভারত বনাম অস্ট্রেলিয়া শেষ এক দিনের ম্যাচ বুধবার রাজধানীতে।

অতিথি: সোমবার নয়াদিল্লিতে অস্ট্রেলীয় হাই কমিশনের অনুষ্ঠানে অ্যারন ফিঞ্চের সঙ্গে প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিষাণ সিংহ বেদী । পিটিআই

অতিথি: সোমবার নয়াদিল্লিতে অস্ট্রেলীয় হাই কমিশনের অনুষ্ঠানে অ্যারন ফিঞ্চের সঙ্গে প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিষাণ সিংহ বেদী । পিটিআই

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ মার্চ ২০১৯ ০৪:২৩
Share: Save:

পুলওয়ামায় জঙ্গি হানায় ৪০ জওয়ানের মৃত্যুর জেরে দিল্লি ক্রিকেট সংস্থা বিরাট কোহালির সংবর্ধনা বাতিল করল। ভারত বনাম অস্ট্রেলিয়া শেষ এক দিনের ম্যাচ বুধবার রাজধানীতে। ২-২ হয়ে থাকা সিরিজের ফয়সালার ম্যাচ। দিল্লির তিন নামী ক্রিকেটারকে এই ম্যাচের আগে সম্মানিত করার কথা ভেবেছিল দিল্লি ক্রিকেট সংস্থা। এই তিন ক্রিকেটার হলেন বিরাট কোহালি, বীরেন্দ্র সহবাগ এবং গৌতম গম্ভীর। কিন্তু সোমবার জানিয়ে দেওয়া হয়েছে, এই সংবর্ধনা অনুষ্ঠান করা হচ্ছে না।

দিল্লি ক্রিকেট সংস্থার প্রধান রজত শর্মা বলেছেন, ‘‘এই তিন ক্রিকেটারকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা ছিল আমাদের। কিন্তু সেটা এখন করা হচ্ছে না। ভারতীয় বোর্ডও আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করেছে।’’ তিনি জানিয়েছেন, দিল্লি পুলিশের মৃতদের খাতে তাঁদের সংস্থা দশ লক্ষ টাকা দিচ্ছে। ফিরোজ শা কোটলা ম্যাচের নব্বই শতাংশ টিকিট বিক্রি হয়ে গিয়েছে বলে তিনি জানান। দিল্লির ক্রিকেট ভক্তদের কাছে সব চেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছেন নিঃসন্দেহে কোহালি। বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান হওয়ার পরে তিনি খেলতে আসছেন নিজের শহরে।

এ দিকে, দিল্লির কিংবদন্তি ক্রিকেটার বিষাণ সিংহ বেদী বিস্ময় প্রকাশ করেছেন, কেন ধোনিকে শেষ দুই ম্যাচে বিশ্রাম দেওয়া হল তা নিয়ে। ‘‘ধোনির বয়স কমছে না ঠিকই। তবু এখনও দলে ওকে দরকার। অর্ধেক অধিনায়ক ও-ই। ধোনিকে ছাড়া বিরাটকে এলোমেলো দেখিয়েছে। সেটা মোটেও ভাল ইঙ্গিত নয়।’’ বরাবর সমালোচনা করতে পিছপা না হওয়া বেদী আরও বলছেন, ‘‘আমি চাইব ভারতীয় দল বর্তমানে থাকুক। বিশ্বকাপের এখনও আড়াই মাস বাকি। বিশ্বকাপ নিয়ে খুব বেশি মাত্রায় পরীক্ষা করে যাচ্ছি আমরা।’’ তিনি যোগ করেন, ‘‘সামনে আইপিএল আছে। ওখানে যে কোনও ক্রিকেটার চোট পেয়ে যেতে পারে। সবাই ওখানে একশো শতাংশই দেবে।’’

মোহালিতে ঋষভ পন্থের ব্যর্থতা নিয়ে বেদী বলেছেন, ‘‘পন্থ তো এখন বুনো ঘোড়ার মতো। ওকে পোষ মানানো দরকার। সেটা কে করবে? দলের সাপোর্ট স্টাফকেই করতে হবে। স্টাম্পের পিছনে সেই একই ভুল বারবার করে চলেছে পন্থ। সত্যি কথা বলতে কী, ওকে অনেক পরিশ্রম করতে হবে। নির্বাচকদের চেয়ারম্যানই (এমএসকে প্রসাদ) তো এক জন প্রাক্তন উইকেটকিপার। পন্থ অন্তত ওর সঙ্গে কথা বলুক।’’

বর্তমান ভারতীয় দল কোথায় উন্নতি করতে পারে? প্রশ্নের জবাবে বেদী বলেন, ‘‘ক্রিকেট বুদ্ধির উন্নতি চাই। ক্রিকেটীয় দক্ষতা আর ক্রিকেটীয় বুদ্ধি দু’টো সম্পূর্ণ আলাদা জিনিস। আপনার অনেক দক্ষতা থাকতে পারে, কিন্তু ক্রিকেট বুদ্ধি না থাকলে কিছু করতে পারবেন না।’’

ভারতীয় দলে এখন কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চহালের মতো রিস্ট স্পিনারদের গুরুত্ব দেওয়া নিয়েও নিজের মত জানিয়েছেন বেদী। তাঁর আশা ফিঙ্গার স্পিনারদের সরিয়ে টিম ম্যানেজমেন্টের রিস্ট স্পিনারদের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত সঠিক। বেদী বলেন, ‘‘রিস্ট স্পিনারদের নিয়ে যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আশা করি সেটা ঠিক। তবে জাডেজার চেয়ে ভাল অলরাউন্ডার আছে কি কেউ? জাডেজাকে সে ভাবে গুরুত্ব না দেওয়ার কারণ কী?’’ প্রশ্ন তাঁর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE