Advertisement
১৮ মে ২০২৪

দুপুরে ডার্বি, ক্ষিপ্ত দুই প্রধান

আইএসএলের সূচি প্রকাশের প্রায় মাস খানেক পর আই লিগের সূচি প্রকাশ করেছে ফেডারেশন। ২৫ নভেম্বর শুরু হচ্ছে লিগ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০১৭ ০৩:৫৮
Share: Save:

সম্প্রচারের সময়ের যুক্তি দেখিয়ে ইন্ডিয়ান সুপার লিগকে সুবিধা করে দিতে দেশের সবথেকে উত্তেজক ম্যাচ হবে দুপুর দু’টোয়। শুধু তাই নয়, ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান— টুর্নামেন্টের হাই প্রোফাইল ম্যাচ দেওয়া হয়েছে লিগের শুরুতেই। ফিরতি ম্যাচ অবশ্য আরও এক মাস দশ দিন পর। সেটা সাড়ে পাঁচটায়। দুটো ম্যাচই যুবভারতীতে। দুই প্রধানের কর্তারা সূচি এবং সময় নিয়ে প্রচন্ড ক্ষুব্ধ।

আইএসএলের সূচি প্রকাশের প্রায় মাস খানেক পর আই লিগের সূচি প্রকাশ করেছে ফেডারেশন। ২৫ নভেম্বর শুরু হচ্ছে লিগ। উদ্বোধনী ম্যাচেই সনি নর্দেদের খেলতে হবে লুধিয়ানায়। মিনার্ভা পঞ্জাবের সঙ্গে। দু’দিন পর ইস্টবেঙ্গল খেলবে ঘরের মাঠে। এবং সেটা গতবারের চ্যাম্পিয়ন আইজল এফ সি-র সঙ্গে। গতবার খালিদ জামিল চ্যাম্পিয়ন করেছিলেন আইজলকে। প্রথম ম্যাচেই পুরানো টিমের সামনে তিনি। আর দুই প্রধান একটি করে ম্যাচ খেলার পরই যুবভারতীতে আই লিগের প্রথম ডার্বি। যা মোহনবাগানের হোম ম্যাচ হিসাবে দেখানো হয়েছে। ৩ ডিসেম্বর রবিবার হবে ওই ম্যাচ। ফিরতি ডার্বি ১৩ জানুয়ারি শনিবার। দুপুর দুটোয় ম্যাচ দেওয়ায় ক্ষুব্ধ দুই প্রধান-ই। মোহনবাগান কোচ সঞ্জয় সেন বলে দিলেন, ‘‘লিগের শুরুতে ডার্বি ফেলেছে বলে সমস্যা নেই। ডিসেম্বর মাস হলেও দুপুরের রোদে এ রকম ম্যাচ না দিলেই ভাল হত। বিকেলে দিতে পারত। তা হলে খেলাটাও ভাল হত। বেশি দর্শক আসত।’’ অর্থ সচিব দেবাশিস দত্ত বলে দিলেন, ‘‘আমরা বাধ্য হয়েছি দুপুরে খেলতে। চাপ দিয়ে এই সময় করানো হয়েছে। মেনে না নিলে আই লিগ থেকে নাম তুলে নিতে হত।’’ ইস্টবেঙ্গল কোচ খালিদ জামিলকে ফোনে পাওয়া যায়নি। তবে দলের শীর্ষকর্তা দেবব্রত সরকার তোপ দেগেছেন ফেডারেশনের বিরুদ্ধে। বলে দিলেন, ‘‘ডার্বি এই টুনার্মেন্টের আকর্ষক ম্যাচ। সেটা ফ্লাডলাইটে দিতে পারত। যাতে খেলাটা ভাল হয়। মাঠ ভর্তি দর্শক থাকে।’’

আরও পড়ুন: রোষের মুখে ইতালির কোচ

মোহনবাগানের ঘরে ও বাইরের ম্যাচ—মিনার্ভা পঞ্জাব (২৫ নভেম্বর), ইস্টবেঙ্গল (৩ ডিসেম্বর), চার্চিল ব্রাদার্স (১০ ডিসেম্বর, হোম), শিলং লাজং (১৪ ডিসেম্বর, হোম) নেরোকো এফ সি (১৯ ডিসেম্বর, হোম), চার্চিল ব্রাদার্স (২৬ ডিসেম্বর), ইন্ডিয়ান অ্যারোজ (২৯ ডিসেম্বর, হোম), চেন্নাই সিটিএফসি (২ জানুয়ারি, হোম), আইজল এফ সি (৭ জানুয়ারি) মিনার্ভা পঞ্জাব (১০ জানুয়ারি, হোম), ইস্টবেঙ্গল (১৩ জানুয়ারি), গোকুলম (২০ জানুয়ারি), আইজল (২৫ জানুয়ারি), শিলং লাজং (৩ ফেব্রুয়ারি), চেন্নাই সিটি (৬ ফেব্রুয়ারি), গোকুলম (১২ ফেব্রুয়ারি, হোম), নেরোকা (১৮ ফেব্রুয়ারি), ইন্ডিয়ান অ্যারোজ (তারিখ জানানো হয়নি)।

ইস্টবেঙ্গল: আইজল এফ সি (২৮ নভেম্বর, হোম), মোহনবাগান (৩ ডিসেম্বর), শিলং লাজং (৯ ডিসেম্বর, হোম), চার্চিল ব্রাদার্স (১৬ ডিসেম্বর, হোম), চেন্নাই সিটি (২৩ ডিসেম্বর), গোকুলম (২৭ ডিসেম্বর, হোম), নেরোকা (৩০ ডিসেম্বর), ইন্ডিয়ান অ্যারোজ (২ জানুয়ারি), চার্চিল ব্রাদার্স (৬ জানুয়ারি), মোহনবাগান (১৩ জানুয়ারি), মিনার্ভা পঞ্জাব (২১ জানুয়ারি, হোম), আইজল (২৯ জানুয়ারি), ইন্ডিয়ান অ্যারোজ (৫ ফেব্রুয়ারি, হোম), মিনার্ভা পঞ্জাব (১৩ ফেব্রুয়ারি), গোকুলম (১৭ ফেব্রুয়ারি), চেন্নাই (২৪ ফেব্রুয়ারি, হোম), নেরোকা এফ সি (২৭ ফেব্রুয়ারি, হোম), শিলং লাজং।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE