Advertisement
E-Paper

দায়িত্ব নিতে হবে ফুটবলারদের, বার্তা মনোরঞ্জনের

বৃহস্পতিবার বিকেলে অনুশীলনের পরে বাজি আর্মান্দো-র বিকল্প হিসেবে উজবেকিস্তানের মিডফিল্ডার দিলশদ সারোফেদিনভের নাম ঘোষণা করেছিলেন লাল-হলুদ ম্যানেজার মনোরঞ্জন ভট্টাচার্য। চব্বিশ ঘণ্টার মধ্যেই বদলে গেল ছবিটা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:৩৪
পরামর্শ: মিনার্ভা ম্যাচের প্রস্তুতি এদুয়ার্দো, ডুডু, ক্রোমার। —ফাইল চিত্র।

পরামর্শ: মিনার্ভা ম্যাচের প্রস্তুতি এদুয়ার্দো, ডুডু, ক্রোমার। —ফাইল চিত্র।

বিদেশি ফুটবলার নিয়ে জটিলতা অব্যাহত ইস্টবেঙ্গলে।

বৃহস্পতিবার বিকেলে অনুশীলনের পরে বাজি আর্মান্দো-র বিকল্প হিসেবে উজবেকিস্তানের মিডফিল্ডার দিলশদ সারোফেদিনভের নাম ঘোষণা করেছিলেন লাল-হলুদ ম্যানেজার মনোরঞ্জন ভট্টাচার্য। চব্বিশ ঘণ্টার মধ্যেই বদলে গেল ছবিটা। ভিসা সমস্যায় হঠাৎ করেই দিলশদের কলকাতায় আসা নিয়ে তৈরি হল সংশয়। এই পরিস্থিতিতে নতুন বিদেশি হিসেবে এ বার ভেসে উঠল উগান্ডার খালিদ ওজি-র নাম। লাল-হলুদের এক শীর্ষ কর্তা বললেন, ‘‘আমাদের প্রথম পছন্দ এখনও দিলশদ। ও চেষ্টা করছে সোমবারের মধ্যে ভিসা সমস্যা সমাধানের। শেষ পর্যন্ত তা না হলে খালিদকে নেওয়া হবে।’’

নতুন বিদেশি নিয়ে জটিলতার মধ্যেই আজ, শনিবার সকালে মিনার্ভা এফসি-র বিরুদ্ধে খেলতে রওনা হচ্ছেন মহম্মদ আল আমনা-রা। ১৩ ফেব্রুয়ারি পঞ্চকুল্লায় এই ম্যাচের উপরেই নির্ভর করছে আই লিগে ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ। ১৩ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে এই মুহূর্তে মিনার্ভা। এক ম্যাচ বেশি খেলে ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেরোকা এফসি। তৃতীয় স্থানে থাকা ইস্টবেঙ্গলের পয়েন্ট ১৩ ম্যাচে ২৩। খেতাবের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে মিনার্ভার বিরুদ্ধে জিততেই হবে ডুডু ওমাগবেমি-দের। এই মুহূর্তে লাল-হলুদ অন্দরমহলের যা পরিস্থিতি তাতে কি মিনার্ভাকে হারানো সম্ভব?

ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকা ও ম্যানেজার মনোরঞ্জন ভট্টাচার্যের মতে, এখন ফুটবলারদেরই বাড়তি দায়িত্ব নিতে হবে। শুক্রবার সকালে যুবভারতী ক্রীড়াঙ্গন সংলগ্ন মাঠে অনুশীলনের পরে তিনি বলেন, ‘‘মাঠে নেমে কোচ খেলেন না। অতীতেও এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। সেখান থেকে ফুটবলাররাই দলকে বার করে এনেছে।’’ নিজের খেলোয়াড় জীবনের উদাহরণ দিয়ে মনোরঞ্জন আরও বলেছেন, ‘‘এক বার ডিসিএম ট্রফি খেলে দিল্লি থেকে সরাসরি আমরা মুম্বই গিয়েছিলাম। রোভার্স কাপে আমাদের গ্রুপে সেই সময় সব চেয়ে দুর্বল দল ছিল ডেম্পো। অথচ প্রথম ম্যাচে ওদের বিরুদ্ধেই হেরে গিয়েছিলাম। আমরা ফুটবলাররাই বাড়তি দায়িত্ব নিয়েই দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছিলাম।’’ সঙ্গে যোগ করেন, ‘‘দলের খারাপ সময়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করবেন। কটূক্তি করবেন। কিন্তু সব ভুলে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করতে হবে।’’

Football East Bengal Monoranjan Bhattacharya I League
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy