Advertisement
E-Paper

ফেডারেশনের চিঠি পেয়ে বদল টিকিটে

ডার্বির টিকিট নিয়ে দুই প্রধানের মধ্যে বেধে গিয়েছে ধুন্ধুমার যুদ্ধ!

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:৪০
ভুল শুধরে নেওয়ার পর ডার্বির নতুন টিকিট।

ভুল শুধরে নেওয়ার পর ডার্বির নতুন টিকিট।

ডার্বির টিকিট নিয়ে দুই প্রধানের মধ্যে বেধে গিয়েছে ধুন্ধুমার যুদ্ধ!

টিকিটে মোহনবাগানের পুরনো স্পনসর ম্যাকডাওয়েলের নাম জুড়েই গোল বাধিয়েছে ইস্টবেঙ্গল। ১২ ফেব্রুয়ারির ডার্বির আয়োজক লাল-হলুদ কর্তারাই। স্বভাবতই তাঁরা এই মুহূর্তে চূড়ান্ত অস্বস্তিতে। এ দিকে ফেডারেশনের তরফ থেকে বৃহস্পতিবার সকালেই ইস্টবেঙ্গলের কাছে চিঠি পাঠানো হয়েছে। যে চিঠিতে বলা হয়েছে, টিকিটে ভুল সংশোধন করতে না পারলে শাস্তির মুখে পড়তে হতে পারে ইস্টবেঙ্গলকে। এ দিন সুনন্দ ধর দিল্লি থেকে ফোনে বলেন, ‘‘ইস্টবেঙ্গল কী ভাবে টিকিটে সংশোধন করবে এটা ওদের ব্যাপার। আমরা মাঠে গিয়ে দেখব টিকিটে কোনও ভুলভ্রান্তি আছে কি না! যদি খুঁজে পাই তবে সংশিষ্ট ক্লাবকে শৃঙ্খলরক্ষা কমিটির সভায় পাঠানো হবে। জরিমানাও হতে পারে।’’

ফেডারেশনের চিঠি পেয়েই তৎপর হন লাল-হলুদ কর্তারা। এ দিন তড়িঘড়ি শিলিগুড়িতে গিয়ে সাংবাদিক সম্মেলনও করেন ইস্টবেঙ্গলের মাঠ-সচিব দীপঙ্কর চক্রবর্তী। এ দিকে এ দিন বেলা সাড়ে এগারোটা থেকে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে টিকিট বিক্রি শুরু করা হলেও দু’ঘণ্টা পর তা বন্ধ করে দেওয়া হয়। ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে টিকিটে স্টিকার লাগিয়ে ভুল সংশোধনের চেষ্টা চলছে। ডার্বির জন্য মোট ২৭ হাজার টিকিট ছাপানো হয়েছে। সেগুলো সংশোধন করার পরই আজ শুক্রবার থেকে নতুন করে টিকিট বিক্রি শুরু হবে। কিন্তু প্রশ্ন উঠেছে, যে টিকিটগুলো বিক্রি হয়ে গিয়েছে সেগুলো কী ভাবে সংশোধন করা হবে? এ দিন শিলিগুড়িতে দীপঙ্কর চক্রবর্তী বলেন, ‘‘যে টিকিট বিক্রি হয়ে গিয়েছে সেগুলোতে স্টিকার লাগানোর জন্য আলাদা ব্যবস্থা থাকছে শুক্রবার সকাল থেকেই। শিলিগুড়িতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এবং কলকাতায় ক্লাব তাঁবুতে টিকিট নিয়ে এসে স্টিকার লাগিয়ে নিয়ে যেতে হবে। আর যাঁরা অনেক দূরে থাকেন, তাঁদের জন্য ম্যাচের দিন গেটের কাছে টিকিটে স্টিকার লাগানোর ব্যবস্থা থাকবে। স্টিকার ছাড়া টিকিট থাকলে মাঠে ঢুকতে দেওয়া হবে না।’’

বৃহস্পতিবার সকালে বাগানের সহসচিব সৃঞ্জয় বসু বলে দেন, ‘‘ব্যাপারটা দুঃখজনক। আমার মনে হয় না এটা অনিচ্ছাকৃত ভুল। পুরো বিষয়টা ফেডারেশনকে জানানো হয়েছে।’’

মোহনবাগানবাগান কর্তারা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ইচ্ছাকৃত ভুলের যে অভিযোগ এনেছেন, তার পাল্টায় লাল-হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার এ দিন বলেন, ‘‘যে বা যাঁরা আমাদের ইচ্ছাকৃত প্রয়াস দেখতে পাচ্ছেন, তাঁরা নিজেদের অবস্থানটা একবার যাচাই করে নিন। ওঁদেরও তো এএফসি কাপের প্রবেশ পত্রে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ছাপা হয়েছিল। ওটার মতোই আমাদেরটাও একটা মিসটেক। আমরা ওয়েবসাইটে এবং সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে সংশোধন পাঠাচ্ছি। এবং টিকিটেও সেটা সংশোধন করে নেওয়া হচ্ছে।’’

Derby Ticket East Bengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy