চিরকালের জন্য প্রাণের প্রিয় ইস্টবেঙ্গলকে ছেড়ে চলে গিয়েছিলেন লাল-হলুদের সুখ-দুঃখের চিরসঙ্গী স্বপন বল। দীর্ঘ দিন ধরে ক্যানসারে ভুগছিলেন স্বপনবাবু। অবশেষে ময়দানের সঙ্গে তাঁর চিরবিচ্ছেদ ঘটে গত ২৮ জুলাই।
ইস্টবেঙ্গলের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মকর্তা সেই স্বপন বলকে শ্রদ্ধা জানাতে অভিনব উদ্যোগে সামিল হল ফ্যান ক্লাব ‘ইস্টবেঙ্গল দ্য রিয়াল পাওয়ার’। শনিবার কলকাতা লিগে লাল-হলুদের প্রথম ম্যাচে রেনবো-র বিরুদ্ধে বিনামূল্যে স্বপন বলের আড়াই হাজার মুখোশ বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে রিয়াল পাওয়ার।