ইস্টবেঙ্গল ১ (ডং) : জর্জ ০
সাত ম্যাচ জিতে ২১ পয়েন্টে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার বারাসত স্টেডিয়ামে জর্জ টেলিগ্রাফকে ০-১ গোলে হারিয়ে দিল মর্গ্যানের দল। যদিও ইস্টবেঙ্গলের গোল পেতে লেগে গেল ৭৪ মিনিট। গোলে ফিরলেন ডু ডং। প্রথমার্ধে তেমনভাবে গোলের সুযোগ তৈরি করতেই পারেনি ইস্টবেঙ্গল। ৩৮ মিনিটে জর্জ গোলকিপার মইদুল দুরন্ত সেভ না করলে তখনই গোল করে ফেলেছিলেন জিতেন মূর্মূ। ১৮ গজ বক্সের মধ্যে থেকেই গোল লক্ষ্য করে শট নিয়েছিলেন জিতেন। ওই একটাই সুযোগ। যা কাজে না লাগায় প্রথমার্ধ শেষ হয়েছিল গোলশূন্য ভাবেই।
দ্বিতীয়ার্ধেও একাধিকবার দেখা যায় জর্জ গোলের নিচে মইদুলকে প্রাচীর তৈরি করতে। কখনও জিতেন, কখনও মেহতাবের গোলমুখি আক্রমণ আটকে দেন একক দক্ষতায়। শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলের গোলের দরজা খোলেন ডং। রবার্ট থেকে বল পেয়ে ডংকে পাস করেছিলেন ডিকা। সেখান থেকে গোলে শট নিতে ভুল করেননি ডং। ৮৫ মিনিটে রাহুল ভেকের হেড ক্রসবারে লেগে না ফিরলে ব্যবধান বাড়তে পারত। এর পর অবশ্য তেমনভাবে আর গোলের সুযোগ তৈরি হয়নি।