Advertisement
২৫ এপ্রিল ২০২৪
East Bengal beat George

ডংয়ের গোলে টানা সাত ম্যাচ জয় ইস্টবেঙ্গলের

সাত ম্যাচ জিতে ২১ পয়েন্টে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার বারাসত স্টেডিয়ামে জর্জ টেলিগ্রাফকে ০-১ গোলে হারিয়ে দিল মর্গ্যানের দল। যদিও ইস্টবেঙ্গলের গোল পেতে লেগে গেল ৭৪ মিনিট। গোলে ফিরলেন ডু ডং। প্রথমার্ধে তেমনভাবে গোলের সুযোগ তৈরি করতেই পারেনি ইস্টবেঙ্গল।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৬ ২২:৪০
Share: Save:

ইস্টবেঙ্গল ১ (ডং) : জর্জ ০

সাত ম্যাচ জিতে ২১ পয়েন্টে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার বারাসত স্টেডিয়ামে জর্জ টেলিগ্রাফকে ০-১ গোলে হারিয়ে দিল মর্গ্যানের দল। যদিও ইস্টবেঙ্গলের গোল পেতে লেগে গেল ৭৪ মিনিট। গোলে ফিরলেন ডু ডং। প্রথমার্ধে তেমনভাবে গোলের সুযোগ তৈরি করতেই পারেনি ইস্টবেঙ্গল। ৩৮ মিনিটে জর্জ গোলকিপার মইদুল দুরন্ত সেভ না করলে তখনই গোল করে ফেলেছিলেন জিতেন মূর্মূ। ১৮ গজ বক্সের মধ্যে থেকেই গোল লক্ষ্য করে শট নিয়েছিলেন জিতেন। ওই একটাই সুযোগ। যা কাজে না লাগায় প্রথমার্ধ শেষ হয়েছিল গোলশূন্য ভাবেই।

দ্বিতীয়ার্ধেও একাধিকবার দেখা যায় জর্জ গোলের নিচে মইদুলকে প্রাচীর তৈরি করতে। কখনও জিতেন, কখনও মেহতাবের গোলমুখি আক্রমণ আটকে দেন একক দক্ষতায়। শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলের গোলের দরজা খোলেন ডং। রবার্ট থেকে বল পেয়ে ডংকে পাস করেছিলেন ডিকা। সেখান থেকে গোলে শট নিতে ভুল করেননি ডং। ৮৫ মিনিটে রাহুল ভেকের হেড ক্রসবারে লেগে না ফিরলে ব্যবধান বাড়তে পারত। এর পর অবশ্য তেমনভাবে আর গোলের সুযোগ তৈরি হয়নি।

এখনও পর্যন্ত লিগে একটি ম্যাচও হারেনি ইস্টবেঙ্গল। অল-উইন রেকর্ড করতে পারবে কী না তা সময়ই বলবে। অতীতেও অল্পের জন্য হাতছাড়া হয়েছিল অল-উইন রেকর্ড এরিয়ান্সের কাছে হেরে। এ বার আবার সেই সুযোগের সামনে দাঁড়িয়ে মর্গ্যানের লাল-হলুদ ব্রিগেড। এই মুহূর্তে ছ’ম্যাচ খেলে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মহমেডান। পাঁচ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় মোহনবাগান। এর পর রয়েছে পিয়ারলেস, সাদার্ন সমিতি, টালিগঞ্জ ও ইউনাইটেড স্পোর্টস ক্লাব।

আরও খবর

শুক্রবার ইউনাইটেডের বিরুদ্ধে খেলছে মোহনবাগান

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE