ইস্টবেঙ্গল ১ রেনবো ০
আকাশে ফানুস। গ্যালারিতে লাল-হলুদ রংমশাল। সমর্থকদের উদ্বাহু নৃত্য। রেনবোকে রবিবার লালরাম চুলোভার পেনাল্টিতে ১-০ হারানোর পরে ইস্টবেঙ্গল মাঠের পরিবেশে দেখলে মনে হবে দল কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে। গোলদাতা চুলোভা তখন মাঠেই জবি জাস্টিনের সঙ্গে রসিকতায় মেতেছেন গোলের পরে তাঁর ‘কিকি চ্যালেঞ্জ’-এর নয়া সংস্করণ প্রদর্শন নিয়ে।
কী এই ‘কিকি চ্যালেঞ্জ’? ‘আইস-বাকেট চ্যালেঞ্জ’, ‘নো শেভ নভেম্বর’-এর পরে আপাতত ময়দানে নয়া আমদানি এই ‘কিকি চ্যালেঞ্জ’। দিল্লি, মুম্বই, জয়পুরের পরে যা হানা দিয়েছে কলকাতা ময়দানে। বছরের মাঝামাঝি কানাডার র্যাপ গায়ক ড্রেক-এর অ্যালবাম ‘স্করপিয়ন’ প্রকাশিত হয়েছিল। যেখানে একটি গান ছিল ‘‘কিকি ডু ইউ লাভ মি...?’ এই গান নিয়েই সোশ্যাল মিডিয়ার জনৈক কৌতুকাভিনেতা শিগ্গি প্রথম শুরু করেন ‘কিকি চ্যালেঞ্জ’। যেখানে কোনও বিশেষ কাজ করতে গিয়ে কেউ হঠাৎ ভূপতিত হবেন। ইন্টারনেটের মাধ্যমে যা ছড়িয়েছে বিশ্ব জুড়ে। যেখানে কেউ গাড়ি চালানোর মাঝে স্টিয়ারিং ছেড়ে নাচতে নাচতে পড়ে যাচ্ছেন, কেউ বা জমিতে হাল চষার মাঝে। এ দিন যেমন গোলের পরে আলোকচিত্রীদের সামনে স্যালুট করেই মাটিতে হঠাৎ পড়ে গেলেন চুলোভা। খেলা শেষে তিনি বলে গেলেন, ‘‘জবি কয়েক ম্যাচ আগে এটা করেছিল। আজ আমি করলাম। রাস্তায় বা গাড়িতে কখনও করব না। মাঠেই মজা করে নতুন ভঙ্গিতে চ্যালেঞ্জটা সারলাম।’’