Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Sports News

হায়দরাবাদ না পারলে ভারত-বাংলাদেশ টেস্ট ইডেনে

হায়দরাবাদ আদৌ কী পারবে ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচ আয়োজন করতে? রবিবার এই মন্তব্য সামনে এলেও সোমবার হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুরো ঘটনাকেই রটনা বলে উড়িয়ে দেওয়া হয়েছে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০১৭ ২২:২৪
Share: Save:

হায়দরাবাদ আদৌ কী পারবে ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচ আয়োজন করতে? রবিবার এই মন্তব্য সামনে এলেও সোমবার হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুরো ঘটনাকেই রটনা বলে উড়িয়ে দেওয়া হয়েছে। অ্যাসোসিয়েশনের সচিব কে জন মনোজ জানিয়ে দিয়েছেন তাঁরা তৈরি এই ম্যাচ আয়োজনের জন্য। তবুও বিকল্প ভেন্যু হিসেবে ইডেন গার্ডেনকে তৈরি রাখা হচ্ছে বলে জানা গিয়েছে। তার আগেই ইংল্যান্ডের বিরুদ্ধে একটি ওয়ান ডে ম্যাচ খেলবে ভারত।

৮ ফেব্রুয়ারি ভারত-বাংলাদেশের মধ্যে একটি টেস্ট ম্যাচ হওয়ার কথা অনেক আগে থেকেই। ঘরের মাঠে টানা ১৩টি টেস্টের একটি। সুপ্রিম কোর্টের রায়ের পর রাজ্য সংস্থাগুলো আগের মতো ফান্ড পাচ্ছে না বিসিসিআই থেকে। এই অবস্থায় রাজ্য সংস্থাগুলো সমস্যায় পড়লেও শেষ পর্যন্ত আটকায়নি কোনও ম্যাচ। সামনে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে ও টি২০ সিরিজ রয়েছে। সেটাও হবে। হায়দরাবাদেই হবে ভারত-বাংলাদেশ টেস্ট। কিন্তু কোনও কারণে সমস্যা হলে তবেই ইডেনের কথা ভাবা হবে। তবে এইচসিএ-র সচিবের বক্তব্যের পর এটা নিশ্চিত হায়দরাবাদের এই ম্যাচ আয়োজন করতে কোনও সমস্যা নেই।

আরও খবর: ভারত-বাংলাদেশ টেস্ট হচ্ছে, বাকিটা রটনা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India-Bangladesh Test Match Hyderabad Kolkata
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE