Advertisement
০২ মে ২০২৪

ভারত-নিউজিল্যান্ড টেস্ট পেল ইডেন, হতে পারে ডে-নাইট ম্যাচ

আসন্ন শীতে পরপর ক্রিকেট সিরিজ ভারতের মাটিতে। আসছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া আর বাংলাদেশ। এর মধ্যেই কোনও একটা টেস্ট গোলাপি বলে ডে-নাইট ম্যাচ হবে এটা মোটামুটি স্থির। সৌরভ তথা সিএবি-র ইচ্ছে ছিল ইডেনে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে শুরু হোক দেশের মাটিতে প্রথম গোলাপি বলের টেস্ট।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ জুন ২০১৬ ১৬:৩০
Share: Save:

আসন্ন শীতে পরপর ক্রিকেট সিরিজ ভারতের মাটিতে। আসছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া আর বাংলাদেশ। এর মধ্যেই কোনও একটা টেস্ট গোলাপি বলে ডে-নাইট ম্যাচ হবে এটা মোটামুটি স্থির। সৌরভ তথা সিএবি-র ইচ্ছে ছিল ইডেনে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে শুরু হোক দেশের মাটিতে প্রথম গোলাপি বলের টেস্ট। কিন্তু অস্ট্রেলিয়া সিরিজের চার টেস্টের কোনওটাই ইডেনে পড়ল না। ইংল্যান্ড সিরিজেরও কোনও টেস্ট পায়নি ইডেন। বদলে তারা পেল নিউজিল্যান্ড টেস্ট। সেই টেস্টই কি গোলাপি বলে হতে যাচ্ছে? তেমন সম্ভাবনা প্রবল। ইডেন ছাড়াও নিউডিল্যান্ড-ভারত খেলবে কানপুর ও ইনদৌরে।

অক্টোবর-নভেম্বরে ভারতে খেলতে আসছে নিউজিল্যন্ড। খেলবে তিনটে টেস্ট আর পাঁচটা ওডিআই।

এর পর ডিসেম্বর-জানুয়ারিতে চলবে ভারত-ইংল্যান্ড সিরিজ। পাঁচটা টেস্ট হবে মোহালি, রাজকোট, মুম্বই, বিশাখাপত্তনম আর চেন্নাইতে। তিনটে একদিনের ম্যাচ পুণে, কটক আর কলকাতায়। তিনটে টি২০ ম্যাচ বেঙ্গালুরু, নাগপুর, কানপুরে।

২০১৭র ফেব্রুয়ারিতে আসছে অস্ট্রেলিয়া। চারটে টেস্ট খেলবে ভারতের মাটিতে। সেই চার টেস্টেরও ভেন্যু ঘোষণা করল বিসিসিআই। ম্যাচ হবে বেঙ্গালুরু, ধর্মশালা, রাঁচি এবং পুণেতে। বেঙ্গালুরু ছাড়া বাকি তিন শহরেই এই প্রথম হতে চলেছে কোনও আন্তর্জাতিক ক্রিকেট টেস্ট। সামনের এই সিরিজগুলোয় মোট ছ’টা শহর প্রথমবার টেস্ট ম্যাচ দেখার স্বাদ পাবে। অন্য তিনটে শহর হল রাজকোট, বিশাখাপত্তনম এবং ইনদওর।

বাংলাদেশও ভারতে আসবে একটা টেস্ট খেলতে। সেই টেস্ট হবে হায়দরাবাদে।

আরও পড়ুন:
ওয়ানডতে ভারতের সেরা দশ বোলিং পারফরম্যান্স

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Test Eden Gardens India New Zealand
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE