Advertisement
E-Paper

বেকহ্যাম নয় নিজের স্টাইলে ফ্রি কিক মারি

বক্সের আশেপাশে ফ্রি কিক পেলেই গোল করছেন। আইএসএলে ইতিমধ্যেই তাঁর নাম হয়ে গিয়েছে ফ্রি কিক মাস্টার। বিশ্বজয়ী, ইউরো জয়ী বিভিন্ন মহাতারকা থাকা সত্ত্বেও মার্কি ফুটবলারদের মধ্যে সবচেয়ে সফল তিনিই। আইএসএলের সর্বোচ্চ গোলদাতা হিসাবে চার দিন পরেই মুখোমুখি হচ্ছেন আটলেটিকো দে কলকাতার। ভাল ইংরেজি বলতে পারেন না বলে বিতর্কের ভয়ে সরাসরি ফোনে কথা বলতে নারাজ এলানো ব্লুমার।

রতন চক্রবর্তী

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৪ ০৩:৩০
আইএসএলের সর্বোচ্চ গোলদাতা এলানো ব্লুমার

আইএসএলের সর্বোচ্চ গোলদাতা এলানো ব্লুমার

বক্সের আশেপাশে ফ্রি কিক পেলেই গোল করছেন। আইএসএলে ইতিমধ্যেই তাঁর নাম হয়ে গিয়েছে ফ্রি কিক মাস্টার। বিশ্বজয়ী, ইউরো জয়ী বিভিন্ন মহাতারকা থাকা সত্ত্বেও মার্কি ফুটবলারদের মধ্যে সবচেয়ে সফল তিনিই। আইএসএলের সর্বোচ্চ গোলদাতা হিসাবে চার দিন পরেই মুখোমুখি হচ্ছেন আটলেটিকো দে কলকাতার। ভাল ইংরেজি বলতে পারেন না বলে বিতর্কের ভয়ে সরাসরি ফোনে কথা বলতে নারাজ এলানো ব্লুমার। বলবেন, যদি বন্ধু তথা দোভাষী ব্রাজিলিয়ান মার্সেলো পাশে থাকেন। সে ভাবেই চেন্নাই থেকে চেন্নাইয়ান এফসি-র দুরন্ত ফর্মে থাকা মিডিও একান্ত সাক্ষাত্‌কার দিলেন আনন্দবাজারকে। সঙ্গে গোটা পাঁচেক প্রশ্নের উত্তর অবশ্য ই- মেলেও দিলেন।

প্রশ্ন: সবাই ধরে নিচ্ছে মঙ্গলবারের ম্যাচটাই আইএসএলের বড় ম্যাচ! এক বনাম দু’নম্বরের মেগালড়াই।

এলানো: আটলেটিকো দে কলকাতার কয়েকটা ম্যাচ দেখেছি। ওদের শক্তি, দুর্বলতা দুটোই দেখেছি। তা সত্ত্বেও আমি মঙ্গলবারের ম্যাচকে বড় ম্যাচ ভাবতে রাজি নই। অন্য যে কোনও দলের সঙ্গে খেলতে নামার আগে ম্যাচটাকে যে ভাবে দেখি, সে রকমই একটা ম্যাচ হিসাবেই দেখছি আটলেটিকোকে। তবে ওদের সমীহ করছি। ভাল টিম। আমরাও নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। এখনও কত ম্যাচ বাকি। কত ওঠা-নামা হবে লিগ টেবিলে।

প্র: সে দিন আসল লড়াইটা তো সবাই বলছে, মাঝমাঠে আপনার সঙ্গে আটলেটিকোর লুই গার্সিয়ার। মানেন?

এলানো: খেলাটা এগারো বনাম এগারোয়ে। কোনও বিশেষ এক জন ফুটবলার নিয়ে আলাদা করে কিছু বলব না। যদিও গার্সিয়া বড় ফুটবলার। তা সত্ত্বেও কোনও এক জনকে নয়, টিমকেই আমি সব সময় বেশি গুরুত্ব দিই। তাই আমিও মাঠে নামা আমাদের এগারোর এক জন। আমার চোখে গার্সিয়াও ওদের টিমের তাই-ই। ফুটবলে টিমমেটরা সাহায্য না করলে কিছু করা যায় না। কেউ করতে পারে না। আমিও না।

প্র: আপনার ফ্রি কিক তো এখন সব টিমের কাছে আতঙ্ক! বক্সের আশেপাশে সেট পিস হলেই গোল করছেন। তিনটে হয়ে গিয়েছে। চার ম্যাচে আপনার পাঁচটা গোলের মধ্যে তিনটেই তো ফ্রি কিকে!

এলানো: ফ্রি কিক মারাটা আমার প্র্যাকটিসের একটা পর্ব হিসাবে সব সময় রাখি। অনুশীলন শেষ হয়ে যাওয়ার পরেও প্রতিদিন আমি ফ্রি কিক মারি কিপারদের দাঁড় করিয়ে। কোনও দিন পনেরো মিনিট, কোনও দিন কুড়ি মিনিট ধরে। ম্যাঞ্চেস্টার সিটি, গালাতাসারে, গ্রেমিও, স্যান্টোস, বিশ্বের যে ক্লাবে যখন খেলেছি তখনই এটা করেছি। চেন্নাইয়ানেও নিয়মিত করি। তার সুফলও পাচ্ছি।

প্র: বেকহ্যাম না আপনার দেশের জুনিনহো— কার ফ্রি কিকে আপনি অনুপ্রাণিত?

এলানো: ওদের দু’জনের ফ্রিকিক মারার স্টাইলই আমার পছন্দ। ওদের প্রচুর গোলও দেখেছি। ভাল লাগে। কিন্তু আমি ফ্রি কিক মারি আমার স্টাইলেই।

প্র: দেল পিয়েরো, আনেলকা, রবার্ট পিরেস...। আইএসএলে মার্কি ফুটবলার হয়ে এসেছেন অনেক মহাতারকা। কিন্তু এখন পর্যন্ত আপনিই সবচেয়ে সফল।

এলানো: মার্কি ফুটবলার হিসাবে আমার একটা বাড়তি দায়িত্ব আছে মানি। কিন্তু সেটা নিয়ে বেশি মাথা ঘামাই না। শুরুটা ভাল করেছি। সতীর্থরা দারুণ সাহায্য করছে। মাঠে এবং মাঠের বাইরেও।

প্র: বিশ্বকাপে ব্রাজিল জার্সিতে আপনার গোল আছে। ফুটবলার হিসাবে বেড়ে ওঠাও ব্রাজিলেই। পেলে-নেইমারের স্যান্টোসে খেলেছেন। অনুভূতিগুলো কেমন?

এলানো: স্যান্টোসকে বহু বছর পর দু’হাজার দুইয়ে লিগ জিতিয়েছিলাম। সেটা আমার জীবনের অন্যতম মনে রাখার ঘটনা। বিশ্বকাপে ব্রাজিলের হয়ে গোল করার মতোই স্মরণীয়।

প্র: আইএসএলে মাতেরাজ্জির সঙ্গে এখন টিম শেয়ার করছেন। সেই অনুভূতিটা?

এলানো: মাতেরাজ্জিকে কোচ হিসাবে পাব কখনও ভাবিনি। ওর সঙ্গে কাজ করতে পেরে ভাল লাগছে। আমরা শুরুটা ভাল করেছি। পজিটিভ স্টার্ট বলতে পারেন। দেখা যাক শেষ পর্যন্ত কোথায় গিয়ে আমাদের টিম শেষ করে।

প্র: অনেক বিশেষজ্ঞ কিন্তু বলছেন আপনারাই চ্যাম্পিয়ন হবেন!

এলানো: এখনও সেটা বলার সময় আসেনি। মানছিও না। তবে সিলভেস্ত্রে, মেন্ডি, মাতেরাজ্জি-সহ সবাই মিলে আমরা ভাল কিছু করার চেষ্টা করছি। লম্বা লিগ। অনেক ম্যাচ বাকি। সবাই মিলে যদি বন্ডিংটা এখনকার মতো ধরে রাখতে পারি তা হলে সফল হব আশা করছি।

প্র: ব্রাজিলের সেরা ক্লাব গ্রেমিও থেকে ভারতে চেন্নাইয়ানে। এমন একটা দেশে খেলতে এলেন যাদের ফুটবল বিশ্বে তেমন নম্বর নেই।

এলানো: আইএসএল নতুন প্রোজেক্ট। প্রস্তাবটা ভাল ছিল। বহু দিন ভারতের ক্লাবে খেলা বেটো আর আমার বন্ধু মার্সেলোর সঙ্গে কথা হয়েছিল। চ্যালেঞ্জটা নিলাম। তার পর পর্যটকদের আকর্ষণ করার মতো ভারতে এমন সব সংস্কৃতি আর জিনিস আছে যা আমাকে টেনেছে। বেশ উপভোগ করছি পুরো ব্যাপারটা।

প্র: আপনার টিমের জেজে, বলবন্ত সিংহের মতো ভারতীয়রা গোল পেয়েছেন। আইএসএলে কোন ভারতীয় ফুটবলারের খেলা আপনার ভাল লেগেছে?

এলানো: কারও নাম আলাদা করে বলব না। আমি টিম গেমে বিশ্বাসী। তবে অনেক ভারতীয় ফুটবলারের খেলা দেখে আমি সত্যিই অবাক। সবচেয়ে বড় কথা, ওদের মধ্যে শেখার আন্তরিক চেষ্টা আছে। আমি মনে করি আইএসএলের সৌজন্যে ভারত বিশ্ব ফুটবলে একটা শক্তি হয়ে উঠবে।

isl ratan chakraborty elano blumer football elano sports news online sports news interview ISL tournament
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy