Advertisement
০৯ ডিসেম্বর ২০২৩
Emma Raducanu

US Open: রেকর্ড গড়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন অষ্টাদশী এমা রাডুকানু

প্রথম সেটেই দু’বার লায়লার সার্ভিস ভেঙে সেট জেতেন রাডুকানু ।

ট্রফি হাতে উচ্ছ্বসিত রাডুকানু

ট্রফি হাতে উচ্ছ্বসিত রাডুকানু টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২১ ০৮:০২
Share: Save:

ইউএস ওপেনে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়লেন এমা রাডুকানু । ৬-৪, ৬-৩ ব্যবধানে প্রতিপক্ষ লেইলা ফার্নান্দেজকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হন ব্রিটিশ তরুণী। যোগ্যতা নির্ণায়ক পর্বে খেলে উঠে আসা কোনও টেনিস খেলোয়াড় এর আগে গ্র্যান্ডস্ল্যাম জিততে পারেননি। রাডুকানুই প্রথম। নিজের দ্বিতীয় গ্র্যান্ডস্ল্যামেই বাজিমাত করলেন অবাছাই এই অষ্টাদশী।

সেরিনা উইলিয়ামসের পর দ্বিতীয় মহিলা টেনিস খেলোয়াড় হিসেবে একটিও সেটে না হেরে চ্যাম্পিয়ন হলেন রাডুকানু ।

প্রথম সেটেই দু’বার লায়লার সার্ভিস ভেঙে সেট জেতেন রাডুকানু । দ্বিতীয় সেটে ম্যাচ পয়েন্ট বাঁচাতে পারলেও নিজের হার বাঁচাতে পারেননি লেইলা।

ম্যাচ চলাকালীন একবার আহত হতে হয়েছিল রাডুকানুকে। তারপরেও ফিরে এসে দারুণ টেনিস খেলেন তিনি। উইম্বলডনে শেষ ১৬-তে উঠেছিলেন রাডুকানু । সেই সময়ই টেনিস বিশ্বের নজর কেড়েছিলেন তিনি। উইম্বলডন থেকে বিদায় নিলেও ইউএস ওপেনেই নিজের প্রথম গ্র্যান্ডস্ল্যাম জিতে নিলেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE