প্রথম টেস্টে জেতার পরেও সিরিজে ১-৩ হার। বিধ্বস্ত ইংল্যান্ড অধিনায়ক জো রুট স্বীকার করে নিলেন, ভারত সব দিক দিয়েই তাঁদের থেকে
ভাল খেলেছে।
শনিবার ম্যাচের পরে সাংবাদিক বৈঠকে এসে রুট বলেন, ‘‘ভারত দক্ষতার দিক দিয়ে আমাদের চেয়ে এগিয়ে ছিল। এই পিচে কী ভাবে ব্যাট করতে হয়, কী ভাবে বল করতে হয়, সেটা বুঝিয়ে দিয়েছে।’’ কোথায় ভারত আপনাদের পিছনে ফেলে দিল? রুটের জবাব, ‘‘এমনটা বলা খুবই বোকামির হবে যে, এই সব পিচে ব্যাট করা একেবারে অসম্ভব ছিল। আমরা সেটা বলছি না। এই সব পিচে কী রকম খেলা উচিত, সেটা ভারত খুব জলদি ধরে ফেলেছিল। কয়েকটা ক্ষেত্রে আমরা হয়তো পিচের চরিত্র ঠিকমতো আন্দাজ করতে পারিনি।’’
চতুর্থ টেস্টে ঋষভ পন্থ যে বড় তফাত গড়ে দিয়েছেন, তা মানছেন রুট। বলছেন, ‘‘একটা সময় আমরা এই টেস্টে ভাল জায়গায় ছিলাম। ১২১ রানের মধ্যে ওদের পাঁচ উইকেট পড়ে গিয়েছিল। কিন্তু সেখান থেকে ঋষভ ম্যাচটা বার করে নিয়ে যায়। ওয়াশিংটন সুন্দরও খুব ভাল ব্যাট করেছে। ওদের জুটিটা খুব গুরুত্বপূর্ণ হয়ে গেল।’’