Advertisement
০৩ মে ২০২৪
England team declare for Bangladesh series

মরগ্যান ও হেলসকে ছাড়াই বাংলাদেশ সফরের দল ঘোষণা ইংল্যান্ডের

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ১৭ সদস্যের টেস্ট ও ১৫ সদস্যের ওয়ানডে দলে জায়গা পেয়েছে তিন নতুন মুখ।

নিজস্ব সংবাদাদাতা
ঢাকা শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৬ ২২:২৭
Share: Save:

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ১৭ সদস্যের টেস্ট ও ১৫ সদস্যের ওয়ানডে দলে জায়গা পেয়েছে তিন নতুন মুখ।

নিরাপত্তাজনিত কারণে ওয়ানডে দলের অধিনায়ক ইয়ন মরগ্যান ও অ্যালেক্স হেলস যে আসছেন না, তা আগেই জানা ছিল। এই দু’জনের বাইরে ইংল্যান্ডের অন্য কোনও ক্রিকেটার বাংলাদেশ সফর নিয়ে আপত্তি জানাননি।

টেস্ট এবং ওয়ানডে সিরিজের জন্য দু’টি আলাদা দল ঘোষণা করেছেন নির্বাচকেরা স্টুয়ার্ট ব্রড, জো রুট, অ্যান্ডারসন, স্টিফেন ফিন, অ্যালেস্টার কুকরা খেলবেন শুধু টেস্ট সিরিজ। আর লিয়াম প্লাঙ্কেট, জেমস ভিনস, জেসন রয়, ডেভিড উইলিরা খেলবেন ওয়ানডেতে।

আসন্ন বাংলাদেশ সিরিজকে সামনে রেখে ল্যাঙ্কাশায়ারের ওপেনার হাসিব হামিদ, নর্দাম্পটনশায়ারের মিডল অর্ডার ব্যাটসম্যান বেন ডাকেট ও সারের অলরাউন্ডার জাফর আনসারিকে টেস্ট দলে অন্তর্ভুক্ত করেছে ইসিবি। এ ছাড়া প্রায় ১১ বছর পর দলে সুযোগ পেয়েছেন ৩৯ বছর বয়সী গ্যারেথ বাটি। ২০০৯ সালে শেষ বারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন এই অফস্পিনার। টেস্ট খেলেছিলেন আরও আগে, ২০০৫ সালে।

টেস্ট দলের অধিনায়ক অ্যালেস্টার কুক, জো রুট, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসনদের মতো সব তারকা ক্রিকেটারকেই দেখা যাবে বাংলাদেশ সফরে।

ইয়ন মরগ্যান না আসায় ওয়ানডে দলের নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার। এ ছাড়া টেস্ট দলে ফিরেছেন এই নতুন ওয়ানডে অধিনায়ক। চোট সারিয়ে তাঁর সঙ্গে প্রায় এক বছর পর টেস্ট দলে জায়গা পেয়েছেন পেসার মার্ক উড।

আগামী ৩০ সেপ্টেম্বর তিনটি ওয়ানডে ও দু’টি টেস্ট খেলতে ঢাকায় আসছে ইংল্যান্ড। ৩ অক্টোবর ফতুল্লায় প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে তাদের সফর। এর পর ৭ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামবে তারা।

টেস্ট স্কোয়াড : আলেস্টার কুক (অধিনায়ক), মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জাফর আনসারি, জনি বেয়ারস্টো, গ্যারি ব্যালান্স, গ্যারেথ বাটি, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, বেন ডাকেট, স্টিভেন ফিন, হাসিব হামিদ, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস, ক্রিস ওকস, মার্ক উড।

ওয়ানডে স্কোয়াড : জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জ্যাক বল, স্যাম বিলিংস, লিয়াম ডসন, বেন ডাকেট, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, জেমস ভিনস, ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার্ক উড।

আরও খবর

সাকিবকে হোটেলে নামিয়ে ফেরার পথে ভেঙে পড়ল কপ্টার, মৃত এক

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

England bangladesh Test One Day
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE