এমন রাজকীয়ভাবে মাঠে ফেরা, ক’জন পেরেছেন?
এ যেন নিজেকে নিজেই অভ্যর্থনা। ক্যানসার সারিয়ে মাঠে ফিরলেন। শুধু ফিরলেনই না, দুর্দান্ত একটি শতরান করে নজিরও তৈরি করলেন ইংল্যান্ডের জাতীয় দলের প্রাক্তন ব্যাটসম্যান মাইকেল ক্যারবেরি।
কয়েক মাস আগে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন ক্যারবেরি। ফুসফুসে একটি অংশে রক্ত জমাট বেঁধে ক্যানসারের রূপ নেয় তাঁর শরীরে। শুরু হয় জীবন-মৃত্যুর লড়াই। অবশেষে মৃত্যুকে হারিয়ে ফিরে আসেন জানুয়ারি মাসে। অনেকেই বলেছিলেন প্রথম শ্রেণির ক্রিকেট থেকে এ বার বিদায় নেওয়া উচিত ক্যারবেরিকে।