Advertisement
E-Paper

ভারতের মাঠে দু’ প্লেসির অভিজ্ঞতা কাজে দেবে, বলছেন বাউচার

দিনকয়েক আগে নেতৃত্ব ছেড়ে দিয়েছেন দু’ প্লেসি। তাঁর জায়গায় প্রোটিয়াদের ক্যাপ্টেন করা হয়েছে কুইন্টন ডি’ কককে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ মার্চ ২০২০ ১২:০৩
দু’ প্লেসির উপরে ভরসা করছেন বাউচার। —ফাইল চিত্র।

দু’ প্লেসির উপরে ভরসা করছেন বাউচার। —ফাইল চিত্র।

ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ফ্যাফ দু’ প্লেসির অভিজ্ঞতা কাজে আসবে। এমনটাই মনে করছেন দক্ষিণ আফ্রিকার কোচ মার্ক বাউচার।

দিনকয়েক আগে নেতৃত্ব ছেড়ে দিয়েছেন দু’ প্লেসি। তাঁর জায়গায় প্রোটিয়াদের ক্যাপ্টেন করা হয়েছে কুইন্টন ডি’ কককে। দু’ প্লেসিকে নিয়ে বাউচার বলছেন, ‘‘ভারতে খেলতে গেলে তারুণ্য ও অভিজ্ঞতার মধ্যে ভারসাম্য দরকার।’’

দু’ প্লেসিকে দলে নেওয়ায় প্রোটিয়া শিবিরে সেই ভারসাম্য ফিরবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বাউচার আরও বলেন, ‘‘শেষ বার দু’ প্লেসি যখন ভারতে খেলেছে তখন সেঞ্চুরি করেছিল। ভারতের কন্ডিশন খুব ভাল জানে দু’ প্লেসি।’’

আরও পড়ুন: অলিম্পিক্সে যাচ্ছেন মেরি কম

আইপিএল-এ দীর্ঘদিন ধরে খেলছেন প্রোটিয়াদের প্রাক্তন অধিনায়ক। সেই কারণে তিনি ভারতের পরিবেশ-পরিস্থিতির সঙ্গে ভালই পরিচিত। আন্তর্জাতিক ক্রিকেটেও তাঁর অভিজ্ঞতা প্রচুর। এই অভিজ্ঞতা আসন্ন সিরিজে কাজে আসবে। বিশ্বকাপের পর থেকে আর ওয়ানডে খেলেননি দু’ প্লেসি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেও নিজেকে মেলে ধরতে পারেননি দু’ প্লেসি।

টি টোয়েন্টি সিরিজে অজিদের কাছে ২-১-এ হারলেও, ওয়ানডে সিরিজে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে ৩-০ হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে প্রোটিয়া ব্রিগেড। বাউচার বলছেন, ‘‘আমরা খুব ভাল একটা দলকে হারিয়ে খেলতে এসেছি ভারতে। এখানে আমাদের কঠিন পরীক্ষায় বসতে হবে। পরিস্থিতিও অন্যরকম। অনেকেই ভারতের মাটিতে এর আগে খেলেনি। কিন্তু মাঠে নেমে ওরা নিজেদের সেরাটা দেবে বলেই আমার বিশ্বাস।’’

আরও পড়ুন: আইজলকে হারিয়ে আজই লিগ নিষ্পত্তিতে চোখ কোচ কিবুর

১২ মার্চ ধর্মশালায় প্রথম ওযানডে ম্যাচের বল গড়াচ্ছে। বাকি দু’টি ম্যাচ হবে ১৫ ও ১৮ তারিখ।

Faf du plesis India South Africa India vs South Africa
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy