Advertisement
E-Paper

পেনাল্ডো থেকে বাই বাই চ্যাম্পিয়ন্স বিদ্রুপে বিদ্ধ রোনাল্ডো আর রিয়াল

এত দিন তিনি ছিলেন ফুটবলের ‘০০৭’। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে নামটাও লোকে করে দিয়েছিল সিআর সেভেন। সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর সিআর সেভেন থাকলেন না। তাঁর পা থেকে বন্ড-সুলভ খেলা এখন অদৃশ্য। গোল আসছে না ধারাবহিক ভাবে। নাকল বল ফ্রিকিক বেরোয় না বহু দিন। যা গোল-টোল করছেন, তার অর্ধেক পেনাল্টি থেকে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ মে ২০১৫ ০৩:৩৫
বিদায়-অশ্রু।

বিদায়-অশ্রু।

এত দিন তিনি ছিলেন ফুটবলের ‘০০৭’। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে নামটাও লোকে করে দিয়েছিল সিআর সেভেন।
সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর সিআর সেভেন থাকলেন না। তাঁর পা থেকে বন্ড-সুলভ খেলা এখন অদৃশ্য। গোল আসছে না ধারাবহিক ভাবে। নাকল বল ফ্রিকিক বেরোয় না বহু দিন। যা গোল-টোল করছেন, তার অর্ধেক পেনাল্টি থেকে।
রোনাল্ডো এখন তাই পেনাল্ডো!
চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল থেকে রিয়াল মাদ্রিদ ছিটকে যাওয়ায় যে টিটকিরিটা বাড়ল আরও বহু গুণ। এটা সমর্থকদের দেওয়া ব্যঙ্গের নামকরণ। মানেটা সহজ, পেনাল্টি থেকে শুধু গোল করেন, তাই পেনাল্ডো। রোনাল্ডো নয়।
রিয়াল-জুভেন্তাস ম্যাচটা কি এক ফুটবল-সূর্যের অস্তাচলের ইঙ্গিত দিয়ে রাখল? গোল করে টিমকে এগিয়ে দিয়েও (পেনাল্টি থেকে) শেষ পর্যন্ত ফাইনালে তুলতে পারেননি রোনাল্ডো। হতাশাবিদ্ধ পর্তুগিজ মহানায়ককে প্রায় কেঁদেও ফেলতেও দেখা যায়। ম্যাচ শেষ হওয়ার পর দ্বিতীয় বার ঘুরেও তাকাননি মাঠের দিকে। টানেল দিয়ে হেঁটে সোজা মাঠ ছেড়ে বেরিয়ে যান।
‘লা ডেসিমা’র পরের বছরটাই ট্রফিহীন! ক্লাব বিশ্বকাপ এবং ইউরোপিয়ান সুপার কাপকে বাদ রাখলে। চিরপ্রতিদ্বন্দ্বী লিও মেসি সেখানে মাইলখানেক এগিয়ে। শুধু কি এখানেই শেষ? যন্ত্রণার বিপর্যয়ের চব্বিশ ঘণ্টার মধ্যে আরও একটা ধাক্কা খেলেন সিআর সেভেন। নেপাল ভূমিকম্পে আক্রান্তদের সাহায্যার্থে তিনি পাঁচ মিলিয়ন পাউন্ড দিয়েছেন বলে খবর রটেছিল। কিন্তু এ দিন ‘সেভ দ্য চিলড্রেন’ সংস্থা পরিষ্কার বলে দিল, ওটা রটনাই।
রোনাল্ডো ক্ষেপে। গ্যারেথ বেলের মেজাজ খিঁচড়ে। হামেস রদ্রিগেজ ও র‌্যামোস কাঁদছেন। বিপর্যের পর শোকে স্তব্ধ রিয়াল সংসার। বেল বলেছেন, ‘‘আমরা ঠিক ফিরে আসব পরের বছর।’’ র‌্যামোসের বিলাপ, ‘‘এটাই হয়। হালকা মেজাজে নামলে, এ ভাবেই ফিরতে হয়।’’ কার্লো আন্সেলোত্তি— রিয়াল কোচের সিংহাসনে তাঁর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে। কেউ কেউ মনে করছেন, রিয়ালে আন্সেলোত্তি জমানা এর পর সম্ভবত শেষ হতে চলেছে। যা শুনে সাংবাদিকদের রিয়াল কোচের তিতকুটে উত্তর, ‘‘আপনারা বলছেন, দশে নিজেকে কত দেব? আমি দশে দশই দেব। ক্লাব যদি আমাকে নিয়ে খুশি থাকে, থেকে যাব। না হলে ক্লাবকে সিদ্ধান্ত নিতে হবে।’’

সোজা কথায়, রিয়াল-রাজত্বে অশান্তির মেঘ। জুভেন্তাস অধিনায়ক জিয়ানলুইগি বুঁফো যখন আত্মহারা হয়ে বলে যাচ্ছেন, ‘‘আমরা এমন একটা টিম যারা সব সময় নিজেদের লক্ষ্যে পৌঁছতে চায়। প্রথম লেগ জেতার পর আমার এটা ভাবিনি যে মাদ্রিদে এসে কোনও মতে টিকে থাকলেই চলবে,’’ তখন রিয়াল কোচের উপর অপসারণের ভ্রূকুটি। টিমের এক নম্বর তারকাকে নিয়ে অসন্তোষ। ব্যঙ্গ করে নতুন নাম দিয়ে দেওয়া। ভুল হল। রোনাল্ডো একা নন। বেল-বেঞ্জিমা-ক্রিশ্চিয়ানোকে জুড়ে যে ‘বিবিসি’ তৈরি হয়েছিল, বুধবার থেকে সেটাও পাল্টে গিয়েছে।

‘বিবিসি’ এখনও ‘বিবিসি’। শুধু পাল্টে ওটা ‘বাই বাই চ্যাম্পিয়ন্স’!

ronaldo barracking champions league 2015 champions league semifinal result ronaldo lost buffon vs ronaldo penaldo
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy