জামব্রোতার দিল্লি ডায়নামোসকে হারিয়েই ঘরের মাঠে প্রথম জয় চাইছেন সমীঘ দ্যুতি। আই এস এল থ্রি-র অন্যতম ফেভারিট দলের বিরুদ্ধে খেলতে নামার দু’দিন আগে বুধবার সাংবাদিক সম্মেলনে দক্ষিণ আফ্রিকার উইঙ্গার বলে দিলেন, ‘‘আমরা ঘরের মাঠে এখনও কোনও ম্যাচ হারিনি, এটা পজিটিভ দিক। তবে কোনও ম্যাচ জিতিওনি। দিল্লি ম্যাচ থেকেই জেতা শুরু করতে হবে আমাদের। দেখা যাক।’’
তবে মালুদার দিল্লিকে হারানোর পরই কি দেখা যাবে দ্যুতির সেই বিখ্যাত সমারসল্ট? গত বছর গোলের পর সমারসল্ট দিয়ে সেলিব্রেশন করতেন আন্তোনিও হাবাসের প্রিয় ছাত্র। আইএসএলের প্রথম বছর এটিকে-তে যা করতেন ফিকরুও। কিন্তু এ বছর গোল করার পরও দ্যুতিকে কোনও সমারসল্ট দিতে এখনও দেখা যায়নি। কেন তিনি নিজের পরিচিত ব্র্যান্ড মাঠে দেখাচ্ছেন না? দ্যুতির নির্বিষ জবাব, ‘‘আসলে গোল করার পর সবার মতো আমারও একটা বিশেষ অনুভূতি হয়। গত বছর সমারসল্ট দিয়েছিলাম। এ বার সেটা করতে ইচ্ছে করেনি। অন্য ভাবে সেই অনুভূতি প্রকাশ করেছি সতীর্থদের সঙ্গে।’’
ছোটখাটো চেহারার দ্যুতি কিন্তু গত বছর থেকেই ধারাবাহিক ভাল পারফরর্মার। শেষ ম্যাচে এফ সি গোয়ার বিরুদ্ধে তাঁর গোলটি তো চোখ ধাঁধানো। পস্টিগার মতো ফুটবল বিশ্বে তাঁর কৌলিন্য নেই। বা ইয়ান হিউমের মতো আইএসএলে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হওয়ার তকমাও নেই। তাতে কী! দ্যুতি এটিকের এমন একটা স্তম্ভ, যাঁকে ছাড়া পুরো টিমের ভিতটা নড়ে যাবে। সেই দ্যুতি এ দিন বলছিলেন, ‘‘আমাদের প্রাথমিক লক্ষ্য সেমিফাইনাল। সেখানে পৌঁছোতে লড়াই চালাচ্ছি। আমার মনে হয় না আমরা খুব খারাপ জায়গায় আছি। এখনও পর্যন্ত একটি ম্যাচেও কিন্তু আমরা হারিনি।’’ এর সঙ্গেই তিনি যোগ করেছেন, ‘‘টিমগুলোর মধ্যে পয়েন্টের ব্যবধান খুব কম। কে শেষ চারে যাবে সেটা বলা একেবারেই সম্ভব নয়। তবে আমাদের হাতে এখনও দশটি ম্যাচ রয়েছে। এই দশ ম্যাচে ভাল ফল করে আমার শেষ চারে যাবই।’’