একটি ট্যাক্সি থেকে ২০০টির মতো কচ্ছপ উদ্ধার করল শ্যামবাজার ট্রাফিক গার্ডের পুলিশ। কচ্ছপগুলি শ্যামপুকুর থানার হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনায় গ্রেফতার হয়েছেন উত্তরপ্রদেশের দুই বাসিন্দা।
পুলিশ সূ্ত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম বাবুলাল কানজার এবং রাকেশ কান্দার। তাঁরা উত্তরপ্রদেশের বাসিন্দা। হাওড়া হয়ে উত্তর ২৪ পরগনায় কচ্ছপগুলি পাচার করছিলেন তাঁরা। মঙ্গলবার শ্যামবাজারের রাস্তায় পুলিশ তাঁদের ট্যাক্সি থামায়। ট্যাক্সির ভিতর থেকে উদ্ধার হয় শয়ে শয়ে কচ্ছপ।
আরও পড়ুন:
সোমবারই মালদহ ডিভিশনে দুই ট্রেনে তল্লাশি চালিয়ে কচ্ছপ উদ্ধার করে আরপিএফ। ট্রেন থেকে ৭৯০টি কচ্ছপ উদ্ধার করে আরপিএফ। অনেক দিন ধরেই বন্যপ্রাণী অবৈধ ভাবে পাচারের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। সেই অভিযানের পোশাকি নাম ‘অপারেশন উইলেপ’।