Advertisement
১৮ মে ২০২৪

কোহলির সিদ্ধান্তের প্রশংসায় দ্রাবিড়

শ্রীলঙ্কা সফরের জন্য প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চাইছেন না বিরাট কোহলি। যেটা বোঝা যাচ্ছে অস্ট্রেলিয়া ‘এ’র বিরুদ্ধে তাঁর খেলার সিদ্ধান্তে। টিম ইন্ডিয়ার টেস্ট ক্যাপ্টেনের উচ্ছ্বসিত প্রশংসা করে ঠিক এমনটাই বলছেন রাহুল দ্রাবিড়। এ দিন সাংবাদিক সম্মেলনে দ্রাবিড় বলে দেন, ‘‘বিরাট যে খেলতে চেয়েছে সেটা দারুণ ব্যাপার। সপ্তাহ তিনেক আগেই আমায় বলেছিল যে, এই সিরিজে অন্তত একটা ম্যাচে নামতে চায়।

সংবাদ সংস্থা
চেন্নাই শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৫ ০৪:০১
Share: Save:

শ্রীলঙ্কা সফরের জন্য প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চাইছেন না বিরাট কোহলি। যেটা বোঝা যাচ্ছে অস্ট্রেলিয়া ‘এ’র বিরুদ্ধে তাঁর খেলার সিদ্ধান্তে। টিম ইন্ডিয়ার টেস্ট ক্যাপ্টেনের উচ্ছ্বসিত প্রশংসা করে ঠিক এমনটাই বলছেন রাহুল দ্রাবিড়।
এ দিন সাংবাদিক সম্মেলনে দ্রাবিড় বলে দেন, ‘‘বিরাট যে খেলতে চেয়েছে সেটা দারুণ ব্যাপার। সপ্তাহ তিনেক আগেই আমায় বলেছিল যে, এই সিরিজে অন্তত একটা ম্যাচে নামতে চায়। শ্রীলঙ্কা সফরের জন্য ও যে এ ভাবে ম্যাচ প্র্যাকটিস করে প্রস্তুত হতে চাইছে সেটা খুব ভাল। আমি খুব খুশি।’’
ভারতীয় ‘এ’ দলের কোচ সঙ্গে এটাও জানিয়েছেন বিরাট এই সিরিজে খেললে টিমের তরুণ ক্রিকেটারদেরও টেস্ট ক্যাপ্টেনের নজড়ে পড়ার সুযোগ থাকবে। ‘‘দলে ভারতীয় ক্যাপ্টেনের খেলাটা সবসময়ই ভাল। যাঁরা নজরে পড়তে চায় তারাও প্রচণ্ড উৎসাহ পাবে ক্যাপ্টেনের সামনে ভাল খেলার।’’
পাশাপাশি অস্ট্রেলিয়া ‘এ’র বিরুদ্ধে বেসরকারি টেস্ট সিরিজের শেষ ম্যাচ এ দিন ড্র হওয়া নিয়েও কথা বলেন ‘দ্য ওয়াল’। ‘‘আমরা জানতাম এই উইকেটে রেজাল্ট পেতে ৪০ রানের মধ্যে ওদের তিন উইকেট ফেলতে হবে। ওদেরও রেজাল্ট পর্যন্ত নিয়ে যেতে তিন উইকেট হারিয়ে ১৭০ রান তুলতে হত। কিন্তু উইকেট খুব স্লো ছিল। তাই রান করাও সোজা ছিল না। বিশেষ করে ফাস্ট বোলারদের বিরুদ্ধে। আদর্শ পাঁচ দিনের উইকেট আর কী।’’

তবে ড্র হলেও এই ম্যাচের ইতিবাচক দিকগুলো নিয়েই বেশি আগ্রহী দ্রাবিড়। ‘‘বেশ কিছু ইতিবাচক দিক রয়েছে ম্যাচটার। প্রজ্ঞান ওঝার সমস্যা কাটিয়ে ফের মাঠে সফল হওয়াটা। অমিত মিশ্রর দলে আসা। দু’জনেই ভাল বোলিং করেছে। ম্যাচে ফাস্ট বোলারদের আদর্শ পরিবেশ ছিল না। আমার মনে হয় দুই সিমার আর বিজয় শঙ্কর ভালই বোলিং করেছে।’’

আর ব্যাটিংয়ে?

‘‘এই উইকেটে ব্যাটিংয়ের সুযোগ খুব বেশি ছিল না। তার পরও বলব ব্যাটিং থেকে আমাদের ইতিবাচক দিকটাই নিতে হবে।’’ বলার পাশাপাশি দ্রাবিড় মনে করেন ক্রিকেটারদের একটা বার্তা দেওয়া জরুরি। উইকেট যেমনই হোক না কেন, পারফর্ম করতে শিখতে হবে। ‘‘আমরা সাধারণত এমন উইকেট চাই, যেখানে গতি, বাউন্স থাকবে। আশা করি পরে ম্যাচে উইকেটটা আরও ভাল হবে। যদি নাও হয়, আমাদের পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে কী ভাবে পারফর্ম করতে হবে সেটা জানতে হবে।’’ পাশাপাশি মঙ্গলবার থেকে শুরু হওয়া দ্বিতীয় বেসরকারি টেস্টে বাবা অপরাজিত সুযোগ পেতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন দ্রাবিড়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE