রুদ্ধশ্বাস প্রত্যাবর্তন এফসি পুণে সিটি-র। ঘরের মাঠে শেষ মুহূর্তের গোলে মুম্বই সিটি এফসি-কে হারিয়ে মহারাষ্ট্র ডার্বিতে নাটকীয় জয় পুণের।
বুধবার ম্যাচের ১৫ মিনিটেই শেহনাজ সিংহের পাস থেকে গোল করে মুম্বইকে এগিয়ে দেন বলবন্ত সিংহ। উল্লাসে গ্যালারিতে লাফিয়ে উঠেছিলেন দলের অন্যতম মালিক এবং বলিউড তারকা রণবীর কপূর। ঠিক উল্টো ছবি পুণে শিবিরে। দলের অন্যতম মালিক এবং বলিউডের আর এক তারকা অর্জুন কপূর হতাশ হয়ে পড়েন। কিন্তু এমিলিয়ানো আলফারো একাই বদলে দেন চিত্রনাট্য। জোড়া গোল করে জেতান পুণে-কে।
গত রবিবার যুবভারতীতেও দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে এটিকে-কে চূর্ণ করেছিল পুণে। এ দিন ঘরের মাঠেও একই ছবি। পিছিয়ে পড়েও হাল ছাড়েননি মার্সেলিনো লেইতি পেরিরা-রা। দ্বিতীয়ার্ধে দুর্ধর্ষ ভাবে ঘুরে দাঁড়ান তাঁরা। ৭৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন আলফারো। ম্যাচের একবারে শেষ মুহূর্তে দিয়েগো কার্লোসের পাস থেকে ফের গোল করেন উরুগুয়ে জাতীয় দলে খেলা আলফারো।