Advertisement
২৬ এপ্রিল ২০২৪

এক টুকরো অলিম্পক্স

আক্ষরিক অর্থেই হাসতে হাসতে ২০০ মিটার সেমিফাইনাল জিতলেন উসেইন বোল্ট। তাঁর কাছে সেমিফাইনাল কোনও ট্রেনিং দৌড়ের মতোই ছিল। আসলেন, দেখলেন, হাসতে হাসতে জিতেও গেলেন।

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৬ ০৩:৫৯
Share: Save:

আজ বোল্টের চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদন

আক্ষরিক অর্থেই হাসতে হাসতে ২০০ মিটার সেমিফাইনাল জিতলেন উসেইন বোল্ট। তাঁর কাছে সেমিফাইনাল কোনও ট্রেনিং দৌড়ের মতোই ছিল। আসলেন, দেখলেন, হাসতে হাসতে জিতেও গেলেন। তাঁর পিছনে থাকা কানাডার দে’গ্রাসেকে বলেও দিলেন, ‘‘ফাইনালে দেখা হবে।’’ কাল, শুক্রবার ফাইনাল। বোল্ট বলছেন নিজের বিশেষ ইভেন্টে শুধু জিতলেই তিনি খুশি হবেন না। বরং বিশ্বরেকর্ড করে জিততে চান। বোল্ট বলছেন, ‘‘লেনের উপর নির্ভর করছে বিশ্বরেকর্ড করতে পারব কিনা। কিন্তু আমার লক্ষ্য থাকবে সেটা করার। দৌড়ে যদি সবকিছু ঠিকঠাক হয় তা হলেই বিশ্বরেকর্ড করতে পারব।’’

স্প্রিন্টে ডাবল টমসনের

উসেইন বোল্টের দেশে নতুন মহাতারকা মেয়ে স্প্রিন্টারের আবির্ভাব। যার সাক্ষী রিও। তিনি— ইলাইন টমসন এ বারের অলিম্পিক্সে ১০০ মিটারে সোনা জিতে বিশ্বের দ্রুততম মানবী হওয়ার পর এ বার ২০০ মিটারেও সোনা জিতলেন। ফাইনালে টমসন ০.১ সেকেন্ডের ব্যবধানে হারান ডাচ বিশ্বচ্যাম্পিয়ন ডাফনে শিপার্সকে। ১৯৮৮ সোল গেমসের ২৮ বছর বাদে ফ্লোরেন্স গ্রিফিথ জয়নারের পর এই প্রথম কোনও মেয়ে স্প্রিন্টার অলিম্পিক্সে ১০০ ও ২০০ মিটারের জোড়া সোনা জিতলেন।

উড়ান থেকে গ্রেফতার

রিও থেকে উড়তে চলা বিমান থেকে নামিয়ে ব্রাজিল পুলিশ গ্রেফতার করল দুজন মার্কিন অলিম্পিয়ান সাঁতারুকে। জ্যাক কোনগার এবং গানার বেন্টজ নামের দুই ক্রীড়াবিদের অভিযোগ ছিল, রিও অলিম্পিক্সে এসে বন্দুকের মুখে ডাকাতির শিকার হয়েছেন তাঁরা। কিন্তু তাঁদের বয়ানে অসঙ্গতি পাওয়ায় ব্রাজিলের আদালত দু’জনের ব্রাজিল ছাড়ার উপর নিষেধাজ্ঞা জারি করে।

গুরুতর নয়

বিনেশ ফোগতের চোট গুরুতর নয় বলে জানালেন রিওতে ভারতীয় দলের শেফ দ্য মিশন রাকেশ গুপ্ত। লড়াইয়ের মধ্যেই হাঁটুতে চোট পাওয়ায় মেয়েদের কুস্তির ৪৮ কেজির কোয়ার্টার ফাইনালের মাঝপথে ওয়াকওভার দেন ফোগত। জানা গিয়েছে, তাঁর ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। ভারতের শেফ দ্য মিশনের দাবি, সাত দিনের বিশ্রামে সুস্থ হয়ে উঠবেন ফোগত। বলেই জানালেন রাকেশ গুপ্তা।

সুনীলদের সামনে পুয়ের্তো রিকো

পরের মাসে ঘরের মাঠে ফিফা আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ভারত। সুনীল ছেত্রী-জেজেদের প্রতিপক্ষ পুয়ের্তো রিকো। খেলা ৩ সেপ্টেম্বর মুম্বইয়ে আন্ধেরি স্পোর্টস কমপ্লেক্সে। এআইএফএফ সচিব কুশল দাস এই খবর দিয়ে বলেন, ‘‘ফিফা র‌্যাঙ্কিয়ে ১১৪ পুয়ের্তো রিকো। আমাদের দেশের চেয়ে র‌্যাঙ্কিয়ে এগিয়ে থাকা প্রতিপক্ষের বিরুদ্ধে খেললে সেটা আমাদের ২০১৯ এশিয়ান কাপের প্রস্তুতিতে সাহায্য করবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rio Olympics
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE