Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Sports News

মোদীকে শুভেচ্ছার চিঠি ফিফা প্রেসিডেন্টের

ফিফা প্রেসিডেন্ট পুরো টুর্নামেন্ট সামনে থেকে না দেখলেও খবর রেখেছেন নিয়মিত। ফাইনালের আগে কলকাতা সফর ও কলকাতার দর্শকরা বুঝিয়ে দিয়েছে পুরো দেশের সাফল্যের কথা।

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: ফিফার সৌজন্যে।

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: ফিফার সৌজন্যে।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৭ ১৬:৪৪
Share: Save:

বিশ্বকাপ শেষ হয়েছে এক সপ্তাহ পেড়িয়ে গিয়েছে। কলকাতার মাটিতে ঘুরে গিয়েছেন ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো। ভারতের প্রথম বিশ্বকাপ আয়োজন দেখে তিনি এতটাই খুশি যে এ বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে শুভেচ্ছাও জানালেন। সেই চিঠিতে ইনফান্তিনো লিখেছেন, ‘‘ফিফা প্রতিনিধি দল ভারত থেকে অসাধারণ অভিজ্ঞতা নিয়ে জুরিখে ফিরেছে। আমরা অনেক নতুন বন্ধু পেয়েছি আমাদের এই সফরে।’’

তাঁর চিঠিতে আরও লেখেন, ‘‘ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ সাফল্যের সঙ্গে আয়োজন করার জন্য দেশের সরকারকে শুভেচ্ছা। স্থানীয় আয়োজক কমিটিগুলোকেও অনেক শুভেচ্ছা। তাদের সবাইকে ধন্যবাদ যারা নবি মুম্বই, নয়াদিল্লি, গোয়া, কোচি, গুয়াহাটি ও কলকাতায় সাফল্যের সঙ্গে এই বিশ্বকাপ আয়োজন করেছে। সবার সমান যোগদান রয়েছে ঐতিহাসিক এই সফল টুর্নামেন্টের জন্য।’’

আরও পড়ুন

দেশে ফিরে চ্যাম্পিয়ন কোচ স্বপ্ন দেখালেন পদকের

দাম বাড়িয়েই আইপিএল-এর বাজারে ফিরছেন মুনরো

ফিফা প্রেসিডেন্ট পুরো টুর্নামেন্ট সামনে থেকে না দেখলেও খবর রেখেছেন নিয়মিত। ফাইনালের আগে কলকাতা সফর ও কলকাতার দর্শকরা বুঝিয়ে দিয়েছে পুরো দেশের সাফল্যের কথা। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হয়নি ইনফান্তিনোর। কিন্তু তিনি তাঁর চিঠিতে মোদীর সঙ্গে দেখা হওয়ার আশার কথা জানিয়েছেন। লেখেন, ‘‘আসা করছি ভবিষ্যতে ভারতীয় ফুটবলের উন্নতির জন্য আমরা মতের আদান-প্রদান করব। ফিফার তরফ থেকে ভারতীয় ফুটবলের উন্নতিতে সব রকম সমর্থন দেওয়া হবে।’’

এই মুহূর্তে যদিও ফিফার রক্তচক্ষুর সামনে ভারতের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট নির্বাচন। এআইএফএফ সভাপতি প্রফুল পটেলের নির্বাচন ঘিরে আদালতের নির্দেশে সরে দাঁড়াতে হয়েছে তাঁকে। সেই খবর ফিফা দফতরে পৌঁছতেই বিস্তারিত জানতে চেয়েছে তারা। মোদীক লেখা চিঠিতে অবশ্য তার উল্লেখ নেই। সেখানে ইনফান্তিনো লিখেছেন, ‘‘অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কাজে আমি খুশি। যে ভাবে উন্নতির পথে হাঁটছে তা প্রশংসার যোগ্য।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE