Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Mali vs Brazil

মালিকে ২-০ গোলে হারিয়ে তৃতীয় ব্রাজিল

তৃতীয় স্থান অর্জনকারী ম্যাচে ফের এক বার সাম্বা জাদু দেখতে প্রহর গুনছে কলকাত সহ গোটা দেশ।

আজও এ ভাবে ব্রাজিলের সমর্থকরা, এই ছবি ব্রাজিলের সেমিফাইনালের দিনের। ছবি: এএফপি।

আজও এ ভাবে ব্রাজিলের সমর্থকরা, এই ছবি ব্রাজিলের সেমিফাইনালের দিনের। ছবি: এএফপি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৭ ১৫:৫৩
Share: Save:

• খেলা শেষ। ২-০ গোলে মালিকে হারিয়ে দিল ব্রাজিল।

• ৮৮ মিনিট: ব্রাজিলের দ্বিতীয় গোল। গোল করলেন ইউরি আলবার্তো।

• ৮৭ মিনিট: হলুদ কার্ড দেখলেন ব্রাজিলের ফোফানা।

• ৮৪ মিনিট: অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট মালি

ব্রাজিল গোল দুর্গে একের পর এক আক্রমণ আনলেও কাজে লাগাতে ব্যর্থ মালি।

• ৮২ মিনিট: ফের এক বার আক্রমণে মালি।

• ৮১ মিনিট: শেষ পরিবর্তনটি নিয়ে নিল মালি। সালাম গিডৌয়ের পরিবর্তে মাঠে নামলেন কামারা।

• ৭৯ মিনিট: গোল হজম করেও লড়াই দুর্দান্ত লড়াই চালাচ্ছে মালি।

• ৭৬ মিনিট: ফের মালির পরিবর্তন। হাদজি ড্রোমের পরিবর্তে মাঠে এলেন মাহামানি ত্রাওরে।

ম্যাচের মাঝে পাওলিনহো। ছবি: এএফপি।

• ৭৪ মিনিট: পরিবর্তন নিল ব্রাজিল। ইউরি আলবার্তোর পরিবর্তে মাঠে নামলেন লিঙ্কন।

• ৭২ মিনিট: পরিবর্তন নিল মালি। মামাদৈ সামাকের পরিবর্তে মাঠে নামলেন চেক উমর দৌচৌর।

• ৬৯ মিনিট: মালির দূরপাল্লার শর্ট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট।

• ৬৫ মিনিট: হলুদ কার্ড দেখলেন ব্রাজিলের ন্যাস্ট্রো।

আক্রমণে উঠছেন পাওলিনহো। ছবি: এএফপি।

• ৬২ মিনিট: অ্যলানের পরিবর্তে মাঠে নামলেন রডরিগো ন্যাস্ট্রো।

• দ্বিতীয় পরিবর্তন নিল ব্রাজিল।

• ৫৭ মিনিট: গোল পেয়ে আরও আক্রমণাত্মক ব্রাজিল।

• ৫৫ মিনিট: গোল করে ব্রাজিলকে এগিয়ে দিলেন অ্যলান। অবিশ্বাস্য গোল হজম করলেন মালি গোল রক্ষক ইউসুফ কইটা।

• ৫২ মিনিট: ভিক্টর ববসিনের পরিবর্তে মাঠে নামলেন রডরিগ গুথ।

• প্রথম পরিবর্তন নিল ব্রাজিল।

• ৪৭ মিনিট: মাঝমাঠের নিয়ন্ত্রণ নিতে মরিয়া ব্রাজিল।

• ৪৬ মিনিট: লুজ বলকে জালে জড়াতে ব্যর্থ মালি।

• শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা।

• ৪৫ মিনিট: প্রথমার্ধের শেষে খেলার ফল ০-০।

• ৪৩ মিনিট: একের পর এক আক্রমণ তুলে আনছে মালি।

• ৪০ মিনিট: খেলার ফল ০-০।

• ৪৩ মিনিট: ফের এক বার নিশ্চিত গোল বাঁচালেন গ্যাব্রিয়াল ব্রাজাও।

• ৩৯ মিনিট: ব্রাজিল ডিফেন্সের ভুল। নিশ্চিত গোল বাঁচালেন ব্রাজিল গোলরক্ষক গ্যাব্রিয়াল ব্রাজাও।

• ৩৭ মিনিট: হাড্ডাহাড্ডি লড়াই চলছে মাঝমাঠে।

• ৩৪ মিনিট: দুরন্ত লড়াই চালাচ্ছে মালি। একের পর এক আক্রমণে ক্রমাগত ভিত নড়ছে ব্রাজিল রক্ষণের।

• ৩২ মিনিট: কর্নারকে কাজে লাগাতে পারল না মালি।

• ৩২ মিনিট: কর্নার পেল মালি।

• ৩০ মিনিট: খেলার ফল ০-০

• ২৮ মিনিট: গোলরক্ষককে একা পেয়ে গোল করতে ব্যর্থ পলিনহো।

• ২৬ মিনিট: নিশ্চিত গোল বাঁচালেন ব্রাজিল গোলরক্ষক গ্যাব্রিয়াল ব্রাজাও।

• ২২ মিনিট: ফের এক বার গোলের সামনে পৌছেও ব্রাজিল দুর্গে চির ধরাতে ব্যর্থ মালি।

• ২১ মিনিট: ফ্রি কিক কাজে লাগাতে ব্যর্থ মালি।

• ২০ মিনিট: অ্যলানের ফাউল। ফ্রি কিক পেল মালি।

• ১৬ মিনিট: ওয়েভারসনের বাঁ পায়ের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট।

• ১৪ মিনিট: ফাউল করলেন ওয়েভারসন।

• ১০ মিনিট:একের পর এক আক্রমণ তুলে আনছে ব্রাজিল।

• ৮ মিনিট: দারুণ ভাবে ব্রাজিলের আক্রমণ রুখলেন মালি গোল রক্ষক ইউসুফ কইটা।

• ৫ মিনিট: প্রথম থেকেই আক্রমণ প্রতি-আক্রমণে এগোচ্ছে খেলা।

• মাঠে নামল দুই দলের ফুটবলাররা।

খেলা শুরু

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের শেষ দিনে জমজমাট বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গণ। তৃতীয় স্থানের লড়াইয়ে মুখোমুখি মালি এবং ব্রাজিল। গোটা শহর আজ জমা হয়েছে বিশ্বকাপে ফের এক বার সাম্বা ম্যাজিকের সাক্ষী থাকতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE