টি-টোয়েন্টি ক্রিকেটকে জনপ্রিয় করতে প্রায়শই নিত্যনতুন নিয়ম চালু করা হচ্ছে। এ ব্যাপারে বাকিদের থেকে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ (বিবিএল)। সেখানে অতীতে নানা নতুন নিয়ম চালু করা হয়েছে। পরের মরসুম থেকে আরও একটি নিয়ম চালু করা হচ্ছে, যা নিয়ে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে।
পরের মরসুম থেকে বিবিএলে দেখা যাবে ‘মনোনীত ব্যাটার’ এবং ‘মনোনীত ফিল্ডার’ নিয়ম। অর্থাৎ কোনও দল প্রথম একাদশ বলার সময় কোনও দু’জন ক্রিকেটারকে ‘মনোনীত ব্যাটার’ বা ‘মনোনীত ফিল্ডার’ নির্বাচিত করতে পারবে। যিনি ‘মনোনীত ব্যাটার’ থাকবেন, তিনি শুধু ব্যাটই করবেন। ফিল্ডিং করতে পারবেন না। আর ‘মনোনীত ফিল্ডার’-এর ক্ষেত্রে হবে এর উল্টোটা। সেই ক্রিকেটার ফিল্ডিং (উইকেটকিপিংও) করতে পারলেও ব্যাট করতে পারবেন না।
ধরা যাক, স্টিভ স্মিথের হালকা চোট রয়েছে। তা হলে তাঁর দল সিডনি সিক্সার্স দরকারে তাঁকে শুধু ‘মনোনীত ব্যাটার’ হিসাবে খেলাতে পারে। সে ক্ষেত্রে স্মিথ শুধু ব্যাটই করবে। ফিল্ডিংয়ের সময় সিডনি দলে কোনও শক্তিশালী ফিল্ডারকে নামাতে পারে। এ ক্ষেত্রে স্মিথের উপর বাড়তি চাপ পড়বে না।
ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের থেকে এই নিয়ম কিছুটা আলাদা। আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের আগেই অস্ট্রেলিয়ায় একই ধাঁচের নিয়ম চালু হয়েছিল ‘এক্স ফ্যাক্টর’ নামে। কোনও দলকেই বিশেষ আগ্রহী হতে না দেখায় কয়েক বছর পর সেই নিয়ম বাতিল হয়ে যায়।
আরও পড়ুন:
ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মে ইনিংসের মাঝে বা শেষে দলের কোনও ক্রিকেটারের বদলে আর একজন ক্রিকেটার নামানো যায়। পরিবর্ত ক্রিকেটার ব্যাটিং, বোলিং, ফিল্ডিং— সবই করতে পারবেন। ফলে ক্রিকেট হয়ে দাঁড়ায় ১২ বনাম ১২ জনের খেলা। আইপিএলে প্রায় প্রতিটি দলই সফল ভাবে এই নিয়ম কাজে লাগাচ্ছে।