Advertisement
E-Paper

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জিতে নিল ইংল্যান্ড, খেলার ফল ৫-২

ব্রিউস্টার ঘিরে বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছে ইংল্যান্ড। অন্যদিকে স্পেন শিবিরের ভরসা আবেল রুইজ। স্পেন অধিনায়কই গোটা টুর্নামেন্টে ভরসা জুগিয়েছে দলকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৭ ১৯:১৭
ফাইনালে বল দখলের লড়াইয়েও এগিয়ে রইল ইংল্যান্ড। ছবি: এএফপি।

ফাইনালে বল দখলের লড়াইয়েও এগিয়ে রইল ইংল্যান্ড। ছবি: এএফপি।

• খেলা শেষ। ৫-২ গোলে স্পেনকে হারিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জিতে নিল ইংল্যান্ড। ইংল্যান্ডের হয়ে জোড়া গোল ফোডেনের। একটি করে গোল করেন মার্ক গুই এবং ব্রিউস্টার। স্পেনের হয়ে দু'টি গোল সার্জিও গোমসের।

• হলুদ কার্ড দেখলেন ব্রিউস্টার।

• টাসান ওকলে-বুথের পরিবর্তে মাঠে নামলেন অ্যাঞ্জেল গোমস।

• ৯০ মিনিট: পরিবর্তন নিল ইংল্যান্ড।

• ৮৮ মিনিট: ফের এক বার নিজের জাদু দেখালেন ফোডেন। ৫-২ গোলে এগিয়ে গেল ইংল্যান্ড।

• মোহামেদ মউ ক্লিসের পরিবর্তে মাঠে নামলেন নাচো দিয়াজ।

• ৮৫ মিনিট: খেলোয়াড় পরিবর্তন করল স্পেন।

• ৮৪ মিনিট: ফের এক বার স্পেনের জালে বল জড়াল ইংল্যান্ড। গোল করলেন মার্ক গুই।

• ৮৩ মিনিট: ফাউল করে হলুদ কার্ড দেখলেন স্পেনের মাতিউ জাউমি।

• ৮০ মিনিট: ফের এক বার স্পেনের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট।

• ৭৯ মিনিট: একটুর লক্ষ্যভ্রষ্ট স্পেন।

• ফের এক বার আক্রমণে ইংল্যান্ড।

• ৭৩ মিনিট: গোল লাইন সেভ করলেন ইংল্যান্ডের স্টিভেন সিসিগনন

• ৭২ মিনিট: খেলোয়াড় পরিবর্তন করল স্পেন। সিজার গিলবার্টের পরিবর্তে মাঠে নামলেন হোসে লারা।

• ৭০ মিনিট: গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দিল ফিলিপ ফোডেন।

• ৬৮ মিনিট: কর্নার পেল স্পেন।

• ৬৩ মিনিট: হলুদ কার্ড দেখলেন স্পেনের জুয়ান মিরান্ডা।

• ফোডেনের দুরন্ত শর্ট বাঁচালেন স্পেন গোলরক্ষক অ্যালভারো ফার্নান্ডেজ।

• আক্রমণ-প্রতি আক্রমণে জমে উঠেছে খেলা।

• ৬০ মিনিট: নিশ্চিত গোল বাঁচালেন ইংল্যান্ড গোলরক্ষক কার্টিস অ্যন্ডারসন।

• ৫৮ মিনিট: দুরন্ত মর্গ্যান গিবস-হোয়াইট, সমতা ফেরাল ইংল্যান্ড।

• ৫৫ মিনিট: ভাল সেভ করলেন ইংল্যান্ড গোলরক্ষক।

• একের পর এক আক্রমণ তুলে আনছে ইংল্যান্ড।

• ৫২ মিনিট: কর্নার থেকে গোল করতে ব্যর্থ ইংল্যান্ড।

• ৪৭মিনিট: দুরন্ত শট ব্রিউস্টারের।

• খেলায় সমতা ফেরাতে মরিয়া খেলছে ইংল্যান্ড।

• প্রথমার্ধের মত দ্বিতীয়ার্ধেও একই গতিতে খেলছে দুই দল।

• শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা।

• প্রথমার্ধ শেষে খেলার ফল স্পেনের পক্ষে ২-১।

• বক্সের ঠিক বাইরে পাওয়া ফ্রি কিক কাজে লাগাতে পারল না ব্রিটিশ ফুটবলাররা।

• সুবিধা জনক জায়গায় ফ্রি কিক পেল ইংল্যান্ড।

• ৪৪ মিনিট: অবশেষে গোল পেল ইংল্যান্ড। গোল করে এক গোলের ব্যবধান কমালেন ব্রিউস্টার।

• ৪৩ মিনিট: নিশ্চিত গোল থেকে বঞ্চিত হল ইংল্যান্ড। বার পোস্টে লেগে ফিরে এল কালাম হাডসনের শট।

• ৩৪ মিনিট: ফের এক বার লক্ষ্য ভ্রষ্ট ইংল্যান্ড।

• ৩১ মিনিট: ফের এক বার গোল করে স্পেনকে দুই গোলের লিড এনে দিলেনসার্জিও গোমেজ।

• ২৮ মিনিট: অল্পের জন্য লক্ষ্য ভ্রষ্ট ইংল্যান্ড।

• স্পেনের গোলের সামনে পৌছে বার বার খেই হারিয়ে ফেলছে ইংল্যান্ড।

• ২২ মিনিট: অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট ইংল্যান্ডের শট।

• বার বার চেষ্টা করেও স্পেনের গোল মুখ খুলতে ব্যর্থ ইংল্যান্ড।

• ২১ মিনিট: দুরন্ত গোলরক্ষা করলেন ব্রিটিশ গোলরক্ষক কার্টিস অ্যন্ডারসন।

• ২০ মিনিট: ফ্রি কিক পেল ইংল্যান্ড।

• ১৮ মিনিট: নিশ্চিত গোলের সুযোগ মিস করল ইংল্যান্ড।

• আক্রমণ-প্রতি আক্রমণে জমে উঠেছে খেলা।

• গোল হজম করেও থমকে নেই ইংল্যান্ড। একের আক্রমণে উঠছে ব্রিটিশ দল।

• ১২ মিনিট: ঝটিকা আক্রমণে প্রায় গোল করে ফেলেছিল ইংল্যান্ড।

• ১০ মিনিট: গোল করে স্পেনকে এগিয়ে দিলেন সার্জিও গোমেজ।

• ৪ মিনিট: ফের এক বার আক্রমণে ইংল্যান্ড।

• ৩ মিনিট: নির্ধারিত গোল বাঁচালেন স্পেন গোলরক্ষক আলভারো ফার্নান্ডেজ।

• ম্যাচের শুরু থেকেই একের এক আক্রমণ তুলে আনছে ইংল্যান্ড।

• অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের খেতাবি লড়াইয়ে মাঠে নামল ইংল্যান্ড এবং স্পেন।

• শুরু হয়ে গেল মহারণ

আর কয়েক মুহূর্তের অপেক্ষা, তার পরই শুরু হতে চলেছে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মেগা ফাইনাল। শুধু কলকাতার ফুটবল প্রেমীরাই নন, গোটা ফুটবল সার্কিটের চোখ এখন কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে।

আরও পড়ুন: মালিকে ২-০ গোলে হারিয়ে তৃতীয় ব্রাজিল

আরও পড়ুন: বাংলার আবেগকে উসকে যুবভারতীতে আজ অল ইউরোপ ফাইনাল

ফুটবল মক্কায় মুখোমুখি হওয়ার আগে ফুটছেন দুই দলের ফুটবলাররাই। চলতি বিশ্বকাপে ইংল্যান্ডের মূল অস্ত্র ছিল স্যাঞ্চো। কিন্তু ক্লাব ও দেশের টানাপড়েনে ক্লাবেই ফিরে যেতে হয় স্যাঞ্চোকে। তাঁর পরিবর্তে ইংল্যান্ডের ভরসা হয়ে ওঠেন ব্রিউস্টার। যাঁকে ঘিরে বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছে ইংল্যান্ড। অন্যদিকে স্পেন শিবিরের ভরসা আবেল রুইজ। স্পেন অধিনায়কই গোটা টুর্নামেন্টে ভরসা জুগিয়েছে দলকে। তবে, ফাইনালের লড়াইয়ে দুই দলই হিসেব পাল্টাতে যে তৈরি তা হয়ত আর বলার অপেক্ষা রাখে না। এখন দেখার তিকিতাকা বনাম গতির লড়াই শেষ হাসি কোন দল হাসে।

England Spain U-17 World Cup FIFA FIFA U-17 World Cup
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy