Advertisement
১১ মে ২০২৪
Mohun Bagan Day

‘মোহনবাগান শুধু ক্লাব নয়, ক্লাবের থেকেও বড় আরও কিছু’, বাগানকে শুভেচ্ছা ফিফার

এ বারের মোহনবাগান দিবসের সূচনা হয়েছিল আকর্ষণীয়ভাবে। নিউ ইয়র্কের টাইম স্কোয়ারের বিলবোর্ডে ওঠে মোহনবাগানের নাম।

টাইম স্কোয়ারে মোহনবাগানের গৌরব গাথা। বিকেলে এল ফিফার শুভেচ্ছা।

টাইম স্কোয়ারে মোহনবাগানের গৌরব গাথা। বিকেলে এল ফিফার শুভেচ্ছা।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ জুলাই ২০২০ ১৯:৪৫
Share: Save:

মোহনবাগান শুধু একটা ক্লাব নয়। ক্লাবের থেকেও বড় আরও কিছু। ভক্তদের প্যাশন ও সমর্থনে সমৃদ্ধ গ্রহের অন্যতম ক্লাব। মোহনবাগান দিবসে এভাবেই শতাব্দীপ্রাচীন ক্লাবকে শুভে্চ্ছা জানাল ফিফা।

এ বারের মোহনবাগান দিবসের সূচনা হয়েছিল আকর্ষণীয়ভাবে। নিউ ইয়র্কের টাইম স্কোয়ারের বিলবোর্ডে ওঠে মোহনবাগানের নাম। ভেসে ওঠে সবুজ-মেরুনের ১৯১১ সালের আইএফএ শিল্ড জয়ের গৌরব গাথা। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ছবি। আবেগে ভেসে যান সমর্থকরা।

বুধবার বিকেলেই শতাব্দীপ্রাচীন ক্লাবকে ‘মোহনবাগান দিবস’-এর শুভেচ্ছা জানাল ফিফা। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা টুইটে লেখে, ‘যখন নিউ ইয়র্কের টাইম স্কোয়ারের সুসজ্জিত বিলবোর্ডে শোভা পায় কোনও ক্লাবের গগনচুম্বী মর্যাদা, তখন বলতেই হয়, সেটা কেবলমাত্র একটা ক্লাব নয়, ক্লাবের থেকেও বড় কিছু। মোহনবাগান দিবসের অনেক শুভেচ্ছা।’

আরও পড়ুন: মোহনবাগান দিবসে টাইম স্কোয়ারের বিলবোর্ড ঢাকল সবুজ মেরুনে

এর আগেও মোহনবাগানকে নিয়ে বহু বার টুইট করেছে ফিফা। কিন্তু মোহনবাগান দিবসের মতো ঐতিহাসিক দিনে ফিফার টুইট শতাব্দীপ্রাচীন ক্লাবের গর্বের মুকুটে নতুন পালক জুড়ল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mohun Bagan Day FIFA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE