Advertisement
১১ মে ২০২৪

এলানোর বিরুদ্ধে এফআইআর ঠিক হয়নি, বলছেন ভাইচুং

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৫ ০৩:১২
Share: Save:

এলানো ইস্যুতে এ বার মুখ খুললেন ভাইচুং ভুটিয়া। পাহাড়ি বিছের মতে রবিবার আইএসএল ফাইনালের পর পুলিশে এলানোর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার আগে চিন্তাভাবনা করা উচিত ছিল।

মঙ্গলবার মিডিয়ার মুখোমুখি হয়ে ভাইচুং বলেন, ‘‘ম্যাচের পর এলানোকে নিয়ে যে বিষয়টি ঘটেছে তা খুবই দুর্ভাগ্যজনক। সে দিন ম্যাচের পর মাঠে যা ঘটেছে তা কোনও মতেই কাম্য নয়। কিন্তু সেটাকে মাঠের বাইরে নিয়ে যাওয়াটা আরও খারাপ ঘটনা।’’ এখানেই না থেমে ভাইচুং আরও বলেন, ‘‘আশা করি ফেডারেশন এবং আইএসএল গোটা বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেবে। তবে এলানোর বিরুদ্ধে এফআইআর করা একদমই ঠিক হয়নি। আশা করি আগামী দিনে আর এ রকম হবে না।’’

ভাইচুংয়ের কাছে জানতে চাওয়া হয়েছিল, এলানো পরবর্তী ঘটনার পর বিদেশি ফুটবলাররা কি আগামী দিনে ভারতকে এড়িয়ে যেতে পারেন? জবাবে ভাইচুংয়ের মন্তব্য, ‘‘এটা মোটেও ভাল বার্তা পাঠায়নি বিদেশি ফুটবলারদের কাছে। এলানো একজন বিশ্বকাপার। তার চেয়েও বড় কথা ব্রাজিল জাতীয় দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিল। যা ভুল হয়েছে আশা করি ভবিষ্যতে তা হবে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

elano bhaichung isl
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE