Advertisement
E-Paper

দেবীপক্ষ শেষ হতে না হতেই ফুটবল পক্ষের শুরু শহরে

সচিন তেন্ডুলকর। সৌরভ গঙ্গোপাধ্যায়। রণবীর কপূর। জন আব্রাহাম। ফুটবলের জন্য। এক সঙ্গে। একই মঞ্চে। ১২ অক্টোবর যুবভারতীতে ইন্ডিয়ান সুপার লিগের উদ্বোধনী অনুষ্ঠানে। অনুষ্ঠানের উদ্যোক্তা আটলেটিকো দে কলকাতার কর্তারা বেশ জোর দিয়েই দাবি করছেন, এমন দিন না কি কখনও আসেনি বাংলার ফুটবলে। দেশের সেরা তারকাদের সঙ্গে ফুটবল বিশ্বের তারকাদের ছটায় আরও উজ্জ্বল হয়ে উঠবে আইএসএলের এই উদ্বোধনী অনুষ্ঠান। জিকো, দেল পিয়েরো, লুই গার্সিয়া, ত্রেজেগুয়ে, মাতেরাজ্জি, পিরেসরা একসঙ্গে। ভারতীয় ফুটবলে যা এক বছর আগেও ছিল অভাবনীয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৪ ০৪:২০

সচিন তেন্ডুলকর। সৌরভ গঙ্গোপাধ্যায়। রণবীর কপূর। জন আব্রাহাম।

ফুটবলের জন্য। এক সঙ্গে। একই মঞ্চে।

১২ অক্টোবর যুবভারতীতে ইন্ডিয়ান সুপার লিগের উদ্বোধনী অনুষ্ঠানে।

অনুষ্ঠানের উদ্যোক্তা আটলেটিকো দে কলকাতার কর্তারা বেশ জোর দিয়েই দাবি করছেন, এমন দিন না কি কখনও আসেনি বাংলার ফুটবলে। দেশের সেরা তারকাদের সঙ্গে ফুটবল বিশ্বের তারকাদের ছটায় আরও উজ্জ্বল হয়ে উঠবে আইএসএলের এই উদ্বোধনী অনুষ্ঠান। জিকো, দেল পিয়েরো, লুই গার্সিয়া, ত্রেজেগুয়ে, মাতেরাজ্জি, পিরেসরা একসঙ্গে। ভারতীয় ফুটবলে যা এক বছর আগেও ছিল অভাবনীয়। মুকেশ ও নীতা অম্বানীকেও দেখা যেতে পারে ওই অনুষ্ঠানে। কলকাতার ফুটবলপ্রেমীদের কাছে দিনটা যাতে চিরস্মরণীয় দিন হয়ে উঠতে পারে, তার সব ব্যবস্থাই প্রায় পাকা।

এ বার পুজোর পরেই যে উৎসবের মরসুম শেষ, এমন মনে করে হতাশ হওয়ার কোনও কারণ নেই। বাঙালির সেরা উৎসবের পরই সবার মন মাতাতে আসছে ঝাঁ চকচকে গ্ল্যামারে মোড়া এই ‘ফুটবল ফেস্টিভাল’। যেখানে দর্শকদের শুধু ফুটবলের আনন্দ দেওয়াই উদ্দেশ্য নয় উদ্যোক্তাদের, বরং ফুটবলপ্রেমীরা যাতে এই আড়াই মাস রীতিমতো উৎসবের মেজাজে মেতে থাকতে পারেন, তার সব ব্যবস্থাই হচ্ছে। যার টিকিটের দাম শুরু হবে দু’শো টাকা থেকে।

ভারতীয় ফুটবলের বড় ক্লাবগুলো তাদের সমর্থকদের ফুটবলের অবিমিশ্র আনন্দ দিলেও তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি করতে পারেননি কোনও দিনই। এ বার সেই অভাবই পূরণ হতে চলেছে বলে দাবি আইএসএল সংগঠকদের। ভারতীয় ফুটবলে জোয়ার আনা এই টুর্নামেন্টের অন্যতম ফ্র্যাঞ্চাইজি আটলেটিকো দে কলকাতার কর্ণধার সঞ্জীব গোয়েন্কা বলেন, “ফুটবলপ্রেমীদের ভরপুর বিনোদনের ব্যবস্থা করছি আমরা। এটা শুধু একটা ফুটবল লিগ নয়, ফুটবল উৎসব হয়ে উঠতে চলেছে। যেমন হয় বিদেশে।” শোনা গেল, মহিলা ফুটবলপ্রেমীরাও যাতে আরও বেশি মাঠে আসেন, তার উদ্যোগও নেওয়া হবে। সব মিলিয়ে শুধু ফুটবল নয়, ফুটবল প্লাস, প্লাস ও প্লাস। এ ভাবেই প্যাকেজটা তৈরি করছে আটলেটিকো।

বিদেশি ফুটবল তারকা ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সেলিব্রিটি মালিকদের ঔজ্জ্বল্যে এমনিতেই আইএসএলের গ্ল্যামার কোশেন্ট যথেষ্ট উঁচুতে। তার উপর বিদেশি আঙ্গিকে এই লিগ করতে ফুটবলারদের অঙ্গসংবাহকদেরও আনা হচ্ছে বিদেশ থেকে। বিমানবন্দরের পাশে এক নতুন ঝাঁ-চকচকে হোটেলে থাকবে টিমগুলো। আটলেটিকোর যে সাতটি হোম ম্যাচ হবে যুবভারতীতে, সেই ম্যাচগুলি যাঁরা দেখতে যাবেন, তাঁরা স্মারক জার্সি থেকে শুরু করে নানা মার্চেন্ডাইজড উপহার সংগ্রহ করতে পারবেন।

কলকাতা লিগের ডার্বি ও গত মঙ্গলবার চ্যাম্পিয়নশিপ ম্যাচেই আটলেটিকো তথা আইএসএলের প্রচারপর্ব শুরু করে দিয়েছেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়। পুজোতেও হবে আইএসএলের নানা প্রোমো অনুষ্ঠান। বড় পুজোর মণ্ডপগুলোতে আটলেটিকোর লোগো-সহ নানা স্মারক বিক্রি হবে ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার হিসেবেও সেগুলো দেওয়া হবে উৎসাহী ফুটবলপ্রেমীদের।

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের যেমন থিম সং ‘করব, লড়ব, জিতব রে,’ সে রকমই একটা থিম সং তৈরি আটলেটিকো দে কলকাতারও-- ‘ফাটাফাটি ফুটবল’। আইএসএলের প্রচারপর্বে যে গান শোনা যাবে।

আটলেটিকো দ্য কলকাতার সঙ্গে যাতে তার সমর্থকরা সরাসরি যোগাযোগ রাখতে পারেন, সে জন্য পার্ক স্ট্রিটে যেখানে বাঙালির প্রিয় মিউজিক ওয়ার্ল্ড ছিল, সেখানকার ম্যাজেনাইন ফ্লোরে আটলেটিকোর অফিস খোলা হবে। যেখানে সমর্থকদের আসতে কোনও বাধা থাকবে না। সেখানে থাকবেন দলের কোচও। তাঁর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাবেন শহরের ফুটবলপ্রেমীরা।

isl football sports news online sports news football battle ISL league kolkata durga puja
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy