অঘটনের আফ্রিকা কাপ অব নেশনস। মঙ্গলবার রাতে কোমোরোসের কাছে ২-৩ গোলে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল চার বারের চ্যাম্পিয়ন ঘানা। এর আগে গত বারের আফ্রিকা সেরা আলজিরিয়া গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছিল ইকুয়াটোরিয়াল গিনির কাছে ০-১ গোলে হেরে।
প্রথম ম্যাচেই মরক্কোর কাছে হেরে ০-১ গোলে হেরে গিয়েছিল ঘানা। দ্বিতীয় ম্যাচে গ্যাবনের সঙ্গে শেষ মুহূর্তে ১-১ গোলে ড্র করে তারা। নক-আউটে ওঠার আশা বাঁচিয়ে রাখতে কোমোরোসের বিরুদ্ধে জিততেই হতো ঘানাকে। কিন্তু ম্যাচের চার মিনিটেই ফারদু বেনের গোলে এগিয়ে যায় কোমোরোস। দ্বিতীয় ধাক্কা ২৫ মিনিটে। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ঘানার অধিনায়ক আন্দ্রে আইয়ু। ৬১ মিনিটে ২-০ করেন আহমেদ মোগনি। তিন মিনিটের মধ্যে ব্যবধান কমান ঘানার রিচমন্ড বোয়াচি। ৭৭ মিনিটে আলেকজ়ান্ডার ডিজিকু ২-২ করলেও ম্যাচ শেষের পাঁচ মিনিট আগে ফের গোল করে ৩-২ করেন মোগনি।
মঙ্গলবার রাতে ‘সি’ গ্রুপের অন্য ম্যাচে গ্যাবনের বিরুদ্ধে দু’বার পিছিয়ে পড়েও নাটকীয় প্রত্যাবর্তন ঘটায় মরক্কো। ২-২ ড্র করে গ্রুপ টেবলের শীর্ষ স্থানে থেকে নক-আউটের ছাড়পত্রও আদায় করে নিয়েছে তারা। দ্বিতীয় দল হিসেবে যোগ্যতা অর্জন করেছে গ্যাবনও।