অভিষেকের আইএসএলেই তিনি এটিকে-কে চ্যাম্পিয়ন করে চমকে দিয়েছিলেন। ২০১৯-’২০ মরসুমেও তাঁর হাত ধরে ভারত সেরা হয়েছিলেন প্রীতম কোটালরা। কিন্তু এটিকে-মোহনবাগানের কোচ হিসেবে আইএসএলে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন আন্তোনিয়ো লোপেস হাবাসের পূরণ হয়নি গত মরসুমে ফাইনালে মুম্বইয়ের কাছে হেরে। ১৯ নভেম্বর অষ্টম আইএসএলের উদ্বোধনী ম্যাচে রয় কৃষ্ণদের প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্স। বুধবারই তিনি কন্যা সন্তানের পিতা হয়েছেন। প্রস্তুতির ফাঁকে গোয়া থেকে সংবাদমাধ্যমের নানা প্রশ্নের উত্তর দিলেন সবুজ-মেরুন কোচ।
প্রস্তুতি ম্যাচে আপত্তি: কখনওই বলিনি যে প্রস্তুতি ম্যাচ খেলতে আমার সমস্যা রয়েছে। গত মরসুমেও আমরা খেলিনি। এই ধরনের ম্যাচে কোনও দলই পুরো শক্তি নিয়ে খেলে না। নিজেদের মধ্যে খেললে বরং শক্তি ও দুর্বলতা চোখে পড়ে। আমি চাই, সম্পূর্ণ প্রস্তুতি নিয়েই খেলুক ছেলেরা।
ভাবনায় শুধু জয়: ম্যাচ জেতা এবং চ্যাম্পিয়ন হওয়াই একমাত্র লক্ষ্য। হার বা ড্রয়ের ব্যাপারে কখনওই আমি ভাবি না। সব প্রতিপক্ষকে সম্মান জানিয়ে বলছি, আমি শুধু জিততেই চাই। তার জন্য সব কিছু করতে রাজি।