Advertisement
E-Paper

ভারতসেরা মোহনবাগানের বিশেষ চমক! বিশ্বকাপজয়ী ক্রিকেটারের হাতে পয়লা বৈশাখে গেটের উদ্বোধন

এ বার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। ফলে এ বার সবুজ-মেরুনের বার পুজোয় রয়েছে বিশেষ চমক। ক্লাব তাঁবুতে হবে নতুন গেটের উদ্বোধন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৩ ১৮:৫৩
Picture of Mohun Bagan gate

পয়লা বৈশাখে নতুন গেটের উদ্বোধন হবে ক্লাব তাঁবুতে। সেজে উঠবে মোহনবাগান। —ফাইল চিত্র

আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগানের বার পুজোয় এ বার বিশেষ চমক। থাকছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার। বার পুজোর পাশাপাশি নতুন গেটেরও উদ্বোধন হবে ক্লাব তাঁবুতে। রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানও।

প্রতি বছরের মতো এ বছরও পয়লা বৈশাখে (১৫ এপ্রিল) পুজো হবে বাগানে। সকাল ৯.৩০ মিনিটে হবে সেই পুজো। তার পরে নতুন তৈরি ‘চুনী গোস্বামী গেট’-এর উদ্বোধন করা হবে ক্লাব তাঁবুতে। সকাল ১০.৩০ মিনিটে হবে সেই অনুষ্ঠান।

মোহনবাগানের নতুন গেটের উদ্বোধন করতে আসবেন সুনীল গাওস্কর। উপস্থিত থাকবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। রাজ্যের আর এক মন্ত্রী তথা আদ্যন্ত মোহনবাগানি বাবুল সুপ্রিয়ও উপস্থিত থাকবেন সেই অনুষ্ঠানে।

বিশেষ দিন বাগানে আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন প্রয়াত চুনীর স্ত্রী বাসন্তি গোস্বামী। এ ছাড়া বলাই দে, মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়, সুশীল সিংহ, বিক্রমজিৎ দেবনাথ, জেভিয়ার পায়াস, দিপেন্দু বিশ্বাসের মতো প্রাক্তন ফুটবলাররা উপস্থিত থাকবেন সেই অনুষ্ঠানে।

বার পুজো শেষে ক্লাব তাঁবুতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। জনপ্রিয় লোকসঙ্গীত ব্যান্ড ‘দোহার’ গান গাইবে সেখানে।

Mohun Bagan Kolkata Football Sunil Gavaskar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy