Advertisement
০৩ মে ২০২৪
EURO Qualifiers 2024

ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বে বেলজিয়ামের জয়, ইংল্যান্ড ও ইটালির ড্র

ইউক্রেনের বিরুদ্ধে হার বাঁচাল ইংল্যান্ড। ২৬ মিনিটে ওলেকজান্দার জ়িনচেঙ্কোর গোলে এগিয়ে গিয়েছিল ইউক্রেন। ৪১ মিনিটে ম্যাচে সমতা ফেরান ইংল্যান্ডের কাইল ওয়াকার।

আজ়েরবাইজানকে হারিয়ে বেলজিয়াম ‘এফ’ গ্রুপের শীর্ষস্থানই ধরে রাখল।

আজ়েরবাইজানকে হারিয়ে বেলজিয়াম ‘এফ’ গ্রুপের শীর্ষস্থানই ধরে রাখল। ছবি: রয়টার্স।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৩ ০৯:০৭
Share: Save:

দলের প্রথম সারির দুই তারকা থিবো কুর্তোয়া এবং কেভিন দ্য ব্রুইন নেই চোটের জন্য। কিন্তু সেই অভাব বুঝতেই দিলেন না ডোমেনিকো তেদেস্কোর ফুটবলাররা। ইউরো কাপ যোগ্যতা অর্জন পর্বে ১-০ গোলে আজ়েরবাইজানকে হারিয়ে বেলজিয়াম ‘এফ’ গ্রুপের শীর্ষস্থানই ধরে রাখল।

ইউক্রেনের বিরুদ্ধে হার বাঁচাল ইংল্যান্ড। ২৬ মিনিটে ওলেকজান্দার জ়িনচেঙ্কোর গোলে এগিয়ে গিয়েছিল ইউক্রেন। ৪১ মিনিটে ম্যাচে সমতা ফেরান ইংল্যান্ডের কাইল ওয়াকার। যদিও এই ড্রয়ের পরেও ‘সি’ গ্রুপে শীর্ষেই রয়েছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচে তাদের পয়েন্ট ১৩।

শনিবারের অন্য ম্যাচে উত্তর ম্যাসেডোনিয়ার সঙ্গে ১-১ ড্র করল ইটালিও। ৪৭ মিনিটে সিরো ইমমোবিলের গোলে এগিয়ে গিয়েছিল ইটালি। ৮১ মিনিটে সমতা ফেরান উত্তর ম্যাসেডোনিয়ার এনিস বার্দি। এই ড্রয়ের পরে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ইটালি ‘সি’ গ্রুপে
তৃতীয় স্থানে।

বেলজিয়ামের হয়ে শনিবার ৩৮ মিনিটে গোল করেন ইয়ানিক কারাসকো। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তারা রয়েছে শীর্ষে। সমসংখ্যক ম্যাচে ১০ পয়েন্ট অর্জন করলেও গোলের গড়ে দুইয়ে অস্ট্রিয়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Belgium Azerbaijan Italy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE