Advertisement
০৮ মে ২০২৪
Santosh Trophy

সন্তোষ ট্রফি থেকে ছুটি হয়ে গেল বাংলার

সোমবার পঞ্জাবের কাছে ০-৩ গোলে হেরে এক ম্যাচ বাকি থাকতেই সন্তোষ ট্রফির প্রাথমিক পর্ব থেকে ছিটকে গেলেন জিতেন মুর্মুরা।

An image of Football

—প্রতীকী চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৩ ০৮:৫৭
Share: Save:

ফুটবল থেকে ক্রিকেট— আঁধারে বাংলা। সোমবার পঞ্জাবের কাছে ০-৩ গোলে হেরে এক ম্যাচ বাকি থাকতেই সন্তোষ ট্রফির প্রাথমিক পর্ব থেকে ছিটকে গেলেন জিতেন মুর্মুরা। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মহারাষ্ট্রের কাছে আট উইকেটে হারলেন সুদীপ কুমার ঘরামিরা।

সন্তোষ ট্রফির মূল পর্বে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে পঞ্জাবের বিরুদ্ধে জিততেই হত বাংলাকে। কিন্তু ম্যাচের ২১ মিনিটেই মহম্মদ আসিফ আলি খান এগিয়ে দেন পঞ্জাবকে। ৪৮ মিনিটে ২-০ করেন আকাশদীপ সিংহ। ৮৮ মিনিটে সুখমনপ্রীত সিংহ ৩-০ করেন। হতাশ বাংলার কোচ রঞ্জন চৌধুরী বললেন, ‘‘ম্যাচের কয়েক ঘণ্টা আগে আমাদের মাঠ বদল করে দেওয়া হয়। ফুটবলের অযোগ্য মাঠে খেলতে বাধ্য করা হয়।’’ এই হারের ফলে ১৮ অক্টোবর লাদাখের বিরুদ্ধে ম্যাচ নিয়মরক্ষার হয়ে দাঁড়াল বাংলার কাছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bengal Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE