Advertisement
০৪ মে ২০২৪
East Bengal FC

ইস্টবেঙ্গলে চিন্তা বাড়ছে বোরখার চোট নিয়ে

আইএলএলের পয়েন্ট টেবলে এই মুহূর্তে ১০ নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। পাঁচটি ম্যাচের মধ্যে জিতেছে মাত্র একটিতে। ক্লেটন সিলভারা হেরেছেন তিনটি ম্যাচে। ড্র করেছেন একটিতে।

লাল-হলুদ শিবিরে অস্বস্তি বাড়ছে বোরখা এরেরাকে নিয়ে।

লাল-হলুদ শিবিরে অস্বস্তি বাড়ছে বোরখা এরেরাকে নিয়ে। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৩ ০৭:১৬
Share: Save:

দীর্ঘ বিরতির পরে শনিবার আইএসএলে ফের নামতে চলেছে ইস্টবেঙ্গল। কিন্তু চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে ম্যাচের আটচল্লিশ ঘণ্টা আগে লাল-হলুদ শিবিরে অস্বস্তি বাড়ছে বোরখা এরেরাকে নিয়ে। হাঁটুতে চোট থাকায় শনিবার স্পেনীয় মিডফিল্ডারের খেলার সম্ভাবনা ক্ষীণ।

যুবভারতীতে বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক বৈঠকে ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত বললেন, ‘‘বোরখার কিছু সমস্যা রয়েছে। শুক্রবার সকালে অনুশীলনে দেখার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’’ এ দিন বিকেলে মাঠে নামলেও অনুশীলন করেননি স্পেনীয় তারকা। মাঠের বাইরে একা রিহ্যাব করেন।

আইএলএলের পয়েন্ট টেবলে এই মুহূর্তে ১০ নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। পাঁচটি ম্যাচের মধ্যে জিতেছে মাত্র একটিতে। ক্লেটন সিলভারা হেরেছেন তিনটি ম্যাচে। ড্র করেছেন একটিতে। সংগৃহীত পয়েন্ট মাত্র চার। চেন্নাইয়িনও ভাল জায়গায় নেই। ছ’ম্যাচে ছ’পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছেন রহিম আলিরা।

ম্যাচ ছাড়ল মহমেডান: কন‌্যাশ্রী কাপে ফুটবলার নথিভুক্তকরণ সম্পূর্ণ না হওয়ায় বৃহস্পতিবার নিউ আলিপুর সুরুচি সংঘের বিরুদ্ধে দল নামাতে পারল না মহমেডান। এই প্রতিযোগিতায় প্রথমে খেলতে চায়নি সাদা-কালো শিবির। কিন্তু এক দিন আগে সিদ্ধান্ত বদল করায় ফুটবলার নথিভুক্ত করাতে পারেনি, ফলে ওয়াকওভার পায় সুরুচি সংঘ। অন‌্য ম‌্যাচে বালি গ্রামাঞ্চল ক্রীড়া সমিতি ৫-০ গোলে হারিয়েছে ইনভেনশন ফুটবল কোচিং সেন্টারকে। হ‌্যাটট্রিক করেছেন রিমি। অন‌্য ম‌্যাচে পশ্চিমবঙ্গ পুলিশ স্পোর্টস ক্লাব ৩-১ হারাল সরোজিনী নাইডু ওরিয়েন্ট স্পোর্টস ক্লাবকে। আই লিগে দিল্লি এফসির বিরুদ্ধে লাল কার্ড দেখে মিরাজল কাসিমভ এবং আলেক্সিস গোমেজ নির্বাসিত হয়েছেন। এআইএফএফ-র কাছে তাঁদের শাস্তি কমানোর আর্জি জানিয়ে চিঠি পাঠাল মহমেডান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

East Bengal FC football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE