Advertisement
০২ মে ২০২৪
Mohammedan SC

Durand Cup 2022: ডুরান্ডে একের পর আইএসএল ক্লাবের বিরুদ্ধে জিতেই চলেছে মহমেডান

এফসি গোয়াকে হারিয়ে ডুরান্ড শুরু করেছিল মহমেডান। দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা বজায় রাখল তারা। জামশেদপুরকে ৩-০ গোলে হারাল সাদা-কালো ব্রিগেড।

জামশেদপুরের বিরুদ্ধে গোলের পর উৎসবে মহমেডান ফুটবলাররা।

জামশেদপুরের বিরুদ্ধে গোলের পর উৎসবে মহমেডান ফুটবলাররা। ছবি: ডুরান্ড

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ অগস্ট ২০২২ ২১:১৪
Share: Save:

দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা বজায় রাখল মহমেডান। আইএসএলের আরও একটি ক্লাবকে তিন গোল দিল তারা। রবিবার জামশেদপুর এফসিকে কিশোরভারতী স্টেডিয়ামে ৩-০ গোলে হারাল সাদা-কালো ব্রিগেড।

ডুরান্ডের প্রথম ম্যাচে এফসি গোয়াকে ৩-১ গোলে হারিয়েছিল মহমেডান। রবিবার আরও একটি আইএসএলের ক্লাবের বিরুদ্ধে দাপট দেখাল তারা। প্রথমার্ধেই ১-০ গোলে এগিয়ে গিয়েছিল মহমেডান। ৩৮ মিনিটের মাথায় কিমার হেড বাঁচিয়ে দেন জামশেদপুরের গোলরক্ষক। কিন্তু সেই ফিরতি বলেই গোল করেন গোল করেন ফজলু রহমান। গোল শোধ করার সুযোগ পেয়েও হাতছাড়া করে জামশেদপুর।

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ায় মহমেডান। ৭১ মিনিটের মাথায় জামশেদপুরের জালে বল জড়িয়ে দেন অভিষেক হালদার। জামশেদপুরের বক্সের মাথা থেকেই তাঁকে পাস বাড়িয়েছিলেন মার্কাস। ৭৪ মিনিটের মাথায় তৃতীয় গোল পায় মহমেডান। সেই গোলের কারিগরও মার্কাস। তাঁর বাড়ানো থ্রু পাস থেকে গোল করেন শেখ ফৈয়াজ।

এটিকে মোহনবাগান প্রথম ম্যাচে হেরে গিয়েছে। ইমামি ইস্টবেঙ্গল সোমবার মাঠে নামবে। এর মাঝেই কলকাতার তৃতীয় প্রধান নিজেদের দু’টি ম্যাচ জিতে নিল। সাদা-কালো ব্রিগেডের পরের ম্যাচ ২৭ অগস্ট। ইন্ডিয়ান এয়ার ফোর্সের বিরুদ্ধে খেলতে নামবে তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE