অনিকেত যাদবের পরে স্টিভন কনস্ট্যান্টাইনের আর এক প্রিয় ফুটবলার সুমিত পাসি যোগ দিলেন ইস্টবেঙ্গলে। শুক্রবারই অনুশীলনে নেমে পড়েন গত মরসুমে রাউন্ডগ্লাস এফসির হয়ে আই লিগে খেলা ২৭ বছর বয়সি এই ফরোয়ার্ড।
সুমিতের উত্থান ইন্ডিয়ান অ্যারোজ় থেকে। আইএসএলে তিনি খেলেছেন নর্থ ইস্ট ইউনাইটেড ও জামশেদপুর এফসির হয়েও। ২০১১ সালে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলে অভিষেক হয় সুমিতের। চার বছর পরে ডাক পান অনূর্ধ্ব-২৩ জাতীয় দলে। ২০১৬ সালে ভারতের সিনিয়র দলে সুযোগ পান হরিয়ানার যমুনা নগরের এই প্রতিশ্রুতিমান ফরোয়ার্ড। ২ জুন লাওসের বিরুদ্ধে অভিষেক হয় তাঁর। প্রথম গোল করেন লাওসের বিরুদ্ধেই ২০১৬ সালের ৭ জুন জ্যাকিচন্দ্র সিংহের পাস থেকে। লাল-হলুদ শিবিরে খোঁজ নিয়ে জানা গিয়েছে, প্রথম দিন অনুশীলনে সুমিতকে দেখে সন্তুষ্ট স্টিভন।
বৃহস্পতিবার প্রথম দিনের অনুশীলনে ইস্টবেঙ্গলের ব্রিটিশ কোচ মূলত পরীক্ষা করেন ফুটবলারদের শারীরিক সক্ষমতার। এ দিন তিনি ছোট-ছোট পাসে খেলান সৌভিক চক্রবর্তী, সুহের ভি পি-দের। কেউ ভুল করলেই তাঁর সঙ্গে আলাদা ভাবে কথা বলেছেন স্টিভন। কী ভাবে ভুল শুধরে নিতে হবে সেই মন্ত্রও দিয়েছেন।