চলতি মরসুমের আগে দেড় কোটি টাকা খরচ করে আনা হয়েছিল জয় গুপ্তকে। আনোয়ার আলির সঙ্গে তাঁকে জুড়ে দিয়ে রক্ষণ মজবুত করার লক্ষ্য ছিল ইস্টবেঙ্গলের। সেই জয়ই কেরিয়ারের প্রথম ডার্বিতে দলকে ডুবিয়েছে। আইএফএ শিল্ডের ফাইনালে এগিয়ে থেকেও হেরেছে ইস্টবেঙ্গল। টাইব্রেকারে পেনাল্টি ফস্কেছেন জয়। সুযোগ নষ্টের খেসারত দিতে হয়েছে লাল-হলুদকে। পেনাল্টি ফস্কে লাল-হলুদ সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জয়। পাশাপাশি শপথও করলেন তিনি।
খেলা শেষে সমাজমাধ্যমে হারের দায় নিজের ঘাড়ে নেন জয়। তিনি লেখেন, “ক্লাব ও সমর্থকদের জানাচ্ছিল, পেনাল্টি ফস্কানোর পুরো দায় আমার। ইস্টবেঙ্গলের মতো এক ঐতিহ্যশালী ক্লাব ও তাদের সমর্থকদের কাছে এই মুহূর্ত কেমন সেটা বুঝি। এই মুহূর্তগুলো কষ্ট দেয়। ইস্টবেঙ্গলের সমর্থকেরা যে কতটা হতাশ তা বোঝানোর ভাষা নেই।”
তবে সেখানেই থেমে থাকেননি জয়। তিনি ফেরার বার্তা দিয়েছেন। ভুল শুধরে নেওয়ার শপথ করেছেন। জয় বলেন, “একটা কথা পরিষ্কার করতে চাই, এই হার আমাকে ধাক্কা দেয়নি। এই হারের ফলে যতটা কষ্ট সকলে পেয়েছেন, আমি তা পুষিয়ে দেব। যে ভুল করেছি, ইস্টবেঙ্গলকে ১০টা ট্রফি জিতিয়ে পুষিয়ে দেব। এটা আমার প্রতিশ্রুতি।”
আরও পড়ুন:
গত কয়েক বছর ডার্বিতে একচেটিয়া আধিপত্য দেখিয়েছে মোহনবাগান। এখনও পর্যন্ত আইএসএলে ডার্বি জিততে পারেনি ইস্টবেঙ্গল। কিন্তু চলতি মরসুমে ছবিটা আলাদা ছিল। প্রথম দু’টি ডার্বি জিতেছিল ইস্টবেঙ্গল। রবিবার শিল্ডের ফাইনালেও শুরুতে এগিয়ে গিয়েছিল তারা। কিন্তু সেই লিড ধরে রাখতে পারেনি ইস্টবেঙ্গল। খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে জয় পেনাল্টি ফস্কান। তার জেরেই শিল্ড ফাইনাল জিততে পারেনি ইস্টবেঙ্গল। আরও একটি ডার্বি জিতে ট্রফি জিতে নেয় মোহনবাগান।