মঙ্গলবার স্বাধীনতা দিবস। সে দিনই আপামর ইস্টবেঙ্গল সমর্থকের জন্যে নতুন একটি গান প্রকাশিত হতে চলেছে। ইস্টবেঙ্গলের সমর্থকদের দল ‘রেড অ্যান্ড গোল্ড লেগ্যাসি’ এই গান নিয়ে আসছে। সমর্থকদের জন্যেই উৎসর্গ করা হয়েছে গানটি।
‘আমার ইস্টবেঙ্গল’ নামে এই গানটি গেয়েছেন মনোময় ভট্টাচার্য এবং তাঁর ছেলে আকাশ ভট্টাচার্য। মনোময় ইস্টবেঙ্গলের সমর্থক হিসাবেই পরিচিত। ইস্টবেঙ্গলের খেলা থাকলে কোনও মতেই মাঠছাড়া হন না। অতীতে ইস্টবেঙ্গলের বার্ষিক অনুষ্ঠানেও গান গাইতে দেখা গিয়েছে তাঁকে। তিনিই সমর্থকদের জন্যে নতুন গান গেয়েছেন।
আরও পড়ুন:
প্রসঙ্গত, ইস্টবেঙ্গলের থিম সংটি অরিজিৎ সিংহের গাওয়া। গানের নাম ‘একশো বছর ধরে’। ইস্টবেঙ্গলের শতবর্ষ উপলক্ষে এই গানটি গেয়েছিলেন অরিজিৎ। ক্রিকেট, ফুটবলের বিভিন্ন প্রতিযোগিতার গান গেয়েছেন তিনি। গত বারের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানেও গান গাইতে দেখা গিয়েছিল তাঁকে।