বাম খাতুন এফসির বিরুদ্ধে ৩-১ জিতে অভিযান শুরুর পরে মেয়েদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় ম্যাচেই উহান জিয়াংদার সঙ্গে হারতে হয়েছে ইস্টবেঙ্গলকে। আজ রবিবার গ্রুপের তৃতীয় ম্যাচে লাল-হলুদের প্রতিপক্ষ উজ়বেকিস্তানের পিএফসি নাসাফ। এই ম্যাচে এক পয়েন্ট পেলেই মহাদেশীয় প্রতিযোগিতায় শেষ আট নিশ্চিত করবে মশালবাহিনী।
গ্রুপ ‘বি’-তে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল রয়েছে দ্বিতীয় স্থানে। রবিবার হেরে গেলেও ফাজ়িলা ইকওয়াপুটদের সামনে সুযোগ থাকবে সেরা দুই তৃতীয় দলের মধ্যে থেকে শেষ আটে যাওয়ার। সে ক্ষেত্রে শর্ত হল- শেষ ম্যাচে দু’গোলের বেশি হজম করা যাবে না এবং প্রার্থনা করতে হবে উহান যেন বাম খাতুনকে হারিয়ে দেয়।
শনিবার লাল-হলুদ কোচ অ্যান্টনি অ্যান্ড্রুস বলেছেন, “এই পর্যায়ের প্রতিটি ম্যাচই কঠিন। সেরাটা উজাড় করে দিতে হবে।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)