Advertisement
E-Paper

মেহতাবকে এসআইআর নোটিস, প্রাক্তন ফুটবলারের ক্ষোভ, ‘এত বছর দেশের হয়ে খেলার পরও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে’!

আগামী ১ ফেব্রুয়ারি দক্ষিণ ২৪ পরগনার মল্লিকপুরে শুনানিতে হাজিরা দিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ডাকা হয়েছে মেহতাব হোসেনকে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ১৯:৫৭
Former national footballer Mehtab Hossain gets SIR notice, controversy surrounds voter list revision process

এ বার এসআইআরের শুনানিতে তলব করা হয়েছে প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেনকে। —ফাইল চিত্র।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ার আওতায় এ বার নোটিস পেলেন ভারতের জাতীয় দলের প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন। আগামী ১ ফেব্রুয়ারি দক্ষিণ ২৪ পরগনার মল্লিকপুরে শুনানিতে হাজিরা দিতে তাঁকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ডাকা হয়েছে।

মাঝমাঠের এই তারকা ফুটবলার ভারতের জাতীয় দলের জার্সিতে প্রায় ৩০টি ম্যাচ খেলেছেন। কলকাতার দুই প্রধান ক্লাব মোহনবাগান ও ইস্টবেঙ্গল উভয়েরই অধিনায়কত্ব করেছেন তিনি। বর্তমানে নিউ টাউনে বসবাস করলেও তাঁর জন্মস্থান ও ভোটার নিবন্ধিত এলাকা দক্ষিণ ২৪ পরগনার মল্লিকপুর হওয়ায় সেখানেই শুনানিতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের সূত্রে জানা গিয়েছে, মেহতাবের মায়ের সঙ্গে সংশ্লিষ্ট কিছু নথিতে তথ্যগত অসঙ্গতির কারণে এই নোটিস জারি করা হয়েছে। যদিও বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন প্রাক্তন এই জাতীয় ফুটবলার।

মেহতাব বলেন, ‘‘দেশের হয়ে এত বছর খেলার পরও যদি নাগরিকত্ব প্রমাণ করতে দাঁড়াতে হয়, তা অত্যন্ত বেদনাদায়ক। আমাদের অবদান কি তা হলে মূল্যহীন?’’ তিনি আরও বলেন, এসআইআর প্রক্রিয়ায় বহু প্রবীণ ও অসুস্থ মানুষকেও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কাগজপত্র যাচাই করাতে হচ্ছে, যা মানবিক দিক থেকে কষ্টকর। এই পরিস্থিতিতে বিকল্প ও সহজতর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মেহতাব।

বর্তমানে তিনি সুন্দরবন অটো এফসি দলের কোচ হিসাবে বেঙ্গল সুপার লিগের সেমিফাইনালের প্রস্তুতি নিচ্ছেন। মেহতাবই প্রথম নন, এর আগে ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামি ও প্রাক্তন বাংলা রঞ্জি দলের অধিনায়ক লক্ষ্মীরতন শুক্লকেও এসআইআর শুনানির নোটিস পাঠানো হয়েছিল।

Mehtab Hossain SIR hearing Former Footballer
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy