E-Paper

এজ়ের হ্যাটট্রিকে শীর্ষেই আর্সেনাল, জয়ী অ্যাস্টন ভিলা

শনিবার একই সঙ্গে দুই অঘটন ঘটেছে ইপিএলে। প্রথমে লিভারপুল ০-৩ হেরে যায় নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধে। পরে নিউক্যাসল ইউনাইটেড ২-১ জিতেছে ম‌্যাঞ্চেস্টার সিটির সঙ্গে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ০৫:৫০
উচ্ছ্বাস: হ্যাটট্রিকের পরে এজ়ে। রবিবার।

উচ্ছ্বাস: হ্যাটট্রিকের পরে এজ়ে। রবিবার। ছবি: গেটি ইমেজেস ।

ইপিএল

লিডস ১ অ‌্যাস্টন ভিলা ২

আর্সেনাল ৪ টটেনহ‌্যাম ১

রবিবার ইপিএলে অ‌্যাস্টন ভিলা ২-১ হারিয়েছে লিডস ইউনাইটেডকে। জোড়া গোলে অ‌্যাস্টন ভিলার জয় নিশ্চিত করেন মর্গ‌্যান রজার্স। ১২ ম‌্যাচে ২১ পয়েন্ট নিয়ে চারে উঠে এল অ‌্যাস্টন ভিলা। অন‌্য ম‌্যাচে টটেনহ‌্যাম হটস্পারকে ৪-১ হারিয়ে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করল আর্সেনাল। হ‌্যাটট্রিক করে নায়ক এবেরেচি এজ়ে।

তাঁর প্রথমে যাওয়ার কথা ছিল টটেনহ‌্যাম হটস্পারেই। কিন্তু শেষ মুহূর্তে এজ়েকে দলে নেয় আর্সেনাল। সেই টটেনহ‌্যামের বিরুদ্ধেই হ‌্যাটট্রিক করে নজির গড়লেন এজ়ে। নর্থ লন্ডন ডার্বিতে এটি তাঁর প্রথম হ‌্যাটট্রিক। শুধু তাই নয়, টটেনহ‌্যামের বিরুদ্ধে শেষ চার ম‌্যাচে তিনি ছয় গোল করেছেন।

ম‌্যাচের পরে এজ়ে বলেছেন, “দলকে জেতাতে পেরে দারুণ খুশি। আমি ঈশ্বরের কাছে হ‌্যাটট্রিকের জন‌্য প্রার্থনা করতাম। ঈশ্বর আমার কথা শুনেছেন। আজও আমি সেই প্রার্থনা করেছি। আমার পুরো পরিবার আজ মাঠে উপস্থিত ছিল। তাই এই হ‌্যাটট্রিক আমার কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।”

শনিবার একই সঙ্গে দুই অঘটন ঘটেছে ইপিএলে। প্রথমে লিভারপুল ০-৩ হেরে যায় নটিংহ‌্যাম ফরেস্টের বিরুদ্ধে। পরে নিউক‌্যাসল ইউনাইটেড ২-১ জিতেছে ম‌্যাঞ্চেস্টার সিটির সঙ্গে।

ম‌্যান সিটির হারের রেশ চব্বিশ ঘণ্টা পরেও রীতিমতো চর্চায়। হারের পরে দেখা গিয়েছে, ম‌্যান সিটি কোচ পেপ গুয়ার্দিওলা উত্তেজিত স্বরে কথা বলছেন নিউক‌্যাসলের ব্রুনো গুইমারায়েসের সঙ্গে। কেন? যাবতীয় বিতর্কের সূত্রপাত নিউক‌্যাসলের দ্বিতীয় গোলের পরে। দলের দ্বিতীয় গোলের সময় ব্রুনোর হেড লাগে ক্রসবারে। ফিরতি বলে গোল করেন হার্ভে বার্নস। গোলের পরেই ম‌্যান সিটির ফুটবলাররা রেফারির কাছে অভিযোগ জানাতে শুরু করেন যে নিক ওলটেমাদে বল বাড়ানোর সময়ে ব্রুনো অফসাইডে ছিলেন। হালান্ডরা গোল বাতিলের অভিযোগ জানালেও ভিডিয়ো প্রযুক্তির সাহায‌্যে রেফারি গোলের সিদ্ধান্তই বহাল রাখেন।

পেপ বলেছেন, “বোর্নমুথের বিরুদ্ধে খেলায় এরকম ঘটনা ঘটেছিল। এ বারেও সেই একই ঘটনা ঘটল। তবে ভারের সিদ্ধান্ত নিয়ে আমার কিছুবলার নেই।”

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Aston Villa Arsenal

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy