আইএসএলের লিগ শিল্ড জয় এখনও নিশ্চিত নয় মোহনবাগানের। সবুজ-মেরুন শিবিরের অপেক্ষা বাড়িয়ে দিল এফসি গোয়া। বুধবার মুম্বই সিটি এফসিকে ৩-১ গোলে হারিয়ে আশা জিইয়ে রাখল মানোলো মার্কেজ়ের দলও।
লিগ শিল্ড নিশ্চিত করার জন্য মোহনবাগানের প্রয়োজন আরও ৬ পয়েন্ট। বুধবারের পর মোহনবাগান এবং এফসি গোয়া দু’দলই খেলেছে ২০টি করে ম্যাচ। মোহনবাগানের পয়েন্ট এখন ৪৬। গোয়ার সংগ্রহ ৩৯ পয়েন্ট। দু’দলেরই বাকি চারটি করে ম্যাচ। সব ম্যাচ জিতলে ৫১ পয়েন্টে পৌঁছবে গোয়া। সে ক্ষেত্রে মোহনবাগানকেও অন্তত ৫১ পয়েন্ট পেতে হবে। তা হলে গোল পার্থক্যের এগিয়ে থাকার নিরিখে লিগ শিল্ড জিতে নেবে হোসে মোলিনার দল। ৫১ পয়েন্টে পৌঁছতে হলে মোহনবাগানকে বাকি চার ম্যাচ থেকে পেতে হবে ৫ পয়েন্ট। তবে অন্তত দু’টি ম্যাচ জিততে পারলে মোহনবাগান সরাসরি পয়েন্টের ভিত্তিতেই লিগ শিল্ড জিতবে। পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে জামশেদপুর এফসি। ১৯ ম্যাচে তাদের সংগ্রহ ৩৪ পয়েন্ট। জামশেদপুরের বাকি পাঁচটি ম্যাচ। সব ম্যাচ জিততে তারা পৌঁছতে পারবে সর্বোচ্চ ৪৯ পয়েন্টে।
মুম্বইএফসির বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই দাপট ছিল গোয়ার। গোলের একাধিক সুযোগ নষ্ট না করলে আরও বড় ব্যবধানে জিততে পারত মার্কেজ়ের দল। ৭ মিনিটের মাথায় ইকের গুয়েরোচিনার গোলে এগিয়ে যায় গোয়া। ৪১ মিনিটে স্প্যানিশ ফুটবলার দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান। মুম্বইয়ের ফুটবলারেরাও একাধিক সুযোগ কাজে লাগাতে পারেননি।
আরও পড়ুন:
প্রথমার্ধে ০-২ ব্যবধানে পিছিয়ে যাওয়ার পর খেলা প্রায় হারিয়ে যায় মুম্বই। সুযোগ কাজে লাগিয়ে দ্বিতীয়ার্ধে আরও বেশি আগ্রাসী ফুটবল খেলতে শুরু করেন গোয়ার ফুটবলারেরা। ৬৪ মিনিটে গোয়ার হয়ে তৃতীয় গোল করেন বোরহা হেরেরা। ৩-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর গোয়ার জয় ছিল সময়ের অপেক্ষা। ম্যাচের এক শেষে সংযুক্ত সময় পেনাল্টি থেকে মুম্বইয়ের হয়ে ব্যবধান কমান ছাংতে। এই ম্যাচের পর ২০ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থাকল মুম্বই।