E-Paper

বিধ্বংসী চেলসি ও লিভারপুল, রিয়ালের ত্রাতা বেলিংহাম

রিয়ালকে রীতিমতো কষ্ট করে জিততে হল জুভেন্টাসের বিরুদ্ধে। কিলিয়ান এমবাপে, ভিনিশিয়াস জুনিয়র-রা গোল পাননি। ম্যাচের ৫৭ মিনিটে গোল করে রিয়ালের ত্রাতা হয়ে ওঠেন বেলিংহাম।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ০৮:০৩
নায়ক: গোলের পরে উচ্ছ্বসিত জুড বেলিংহাম।

নায়ক: গোলের পরে উচ্ছ্বসিত জুড বেলিংহাম। ছবি: রয়টার্স।

চ্যাম্পিয়ন্স লিগ

চেলসি —৫ আয়াখ্স — ১

বায়ার্ন — ৪ ক্লাব ব্রুগা —০

আইনথাকট — ১ লিভারপুল —৫

রিয়াল —১ জুভেন্টাস — ০

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতেও গোলের বন্যা। চেলসি ৫-১ চূর্ণ করল আয়াখ্স আমস্টারডামকে। বায়ার্ন মিউনিখ ৪-০ হারাল ক্লাব ব্রুগাকে। লিভারপুল ৫-১ জিতল আইনথ্রাকট ফ্র্যাঙ্কফুর্টের বিরুদ্ধে। তবে জুভেন্টাসের বিরুদ্ধে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ কোনও মতে জয় পেল। নেপথ্যে জুড বেলিংহাম।

আয়াখ‌্্সের বিরুদ্ধে চেলসির হয়ে গোল করেন মার্ক গিয়ু, মোয়েস কাইসেদো, এনজ়ো ফার্নান্দেস, এস্তেভাও এবং টাইরিক জর্জ। আয়াখ্‌সের কেনেথ টেলর ১৭ মিনিটে লাল কার্ড দেখেন। ৩৩ মিনিটে পেনাল্টি থেকে একমাত্রগোল করেন উইগর্হোস্ট।

বায়ার্নের বিরুদ্ধে আয়াখ‌্‌্সের মতোই হাল হয়েছে ক্লাব ব্রুগার। গোল করেন লেনার্ট কার্ল, হ্যারি কেন, লুইস দিয়াস ও নিকোলাস জ্যাকসন। লিভারপুলও গুঁড়িয়ে দেয় আইনথ্রাকট ফ্র্যাঙ্কফুর্টকে। গোল করেন হুগো একিটিকে, ভার্জিল ফান ডাইক, ইব্রাহিম কন্তে, কডি গাকপো ও ডমিনিক সোবসলাই। আইনথ্রাকটর হয়ে ব্যবধানকমান রাসমুস ক্রিস্টেনসেন

রিয়ালকে রীতিমতো কষ্ট করে জিততে হল জুভেন্টাসের বিরুদ্ধে। কিলিয়ান এমবাপে, ভিনিশিয়াস জুনিয়র-রা গোল পাননি। ম্যাচের ৫৭ মিনিটে গোল করে রিয়ালের ত্রাতা হয়ে ওঠেন বেলিংহাম।

চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতেও গোলের বন্যা দেখেছিলেন ফুটবলপ্রেমীরা। প্যারিস সঁ জরমঁ ৭-২ চূর্ণ করেছিল বায়ার লেভারকুসেনকে। বার্সেলোনা ৬-১ হারায় অলিম্পিয়াকসকে। হ্যাটট্রিক করেন ফের্মিন লোপেস। জোড়া গোল মার্কাস র‌্যাশফোর্ডের। একটি গোল করেন লামিনে ইয়ামাল। ফুটবল জীবনের প্রথম হ্যাটট্রিকে পরে উচ্ছ্বসিত লোপেস বলেছেন, ‘‘এত আনন্দ কখনও পাইনি।’’

আর্সেনাল ৪-০ চূর্ণ করেছিল আতলেতিকো দে মাদ্রিদকে। ঘরের মাঠে আতলেতিকোর বিরুদ্ধে জোড়া গোল করেছিলেন ভিক্টর গিয়োকেরেস। বাকি দু’টি গোল গ্যাব্রিয়েল মাগালহায়েস ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লির। ইন্টার মিলান ৪-০ হারায় ইউনিয়ন সাঁ জিলোয়াঁসকে। একটি করে গোল করেছেন ডেনজ়িল ডামফ্রিস, লাউতারো মার্তিনেস, হাকান চালহানোগ্লু এবং ফ্রান্সেসকো পিয়ো এসপোসিতো।

চ্যাম্পিয়ন্স লিগেও দুরন্ত আর্লিং হালান্ড। ভিয়ারিয়ালের বিরুদ্ধে তিনিই এগিয়ে দেন ম্যান সিটিকে। ব্যবধান বাড়ান বের্নার্দো সিলভা। কোপেনহেগেনকে ৪-২ হারিয়েছে বরুসিয়া ডর্টমুন্ড।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

barcelona Chelsea Liverpool PSG

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy