Advertisement
২২ সেপ্টেম্বর ২০২৩
FIFA World Cup 2022

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও দেশে ফিরছেন না রোনাল্ডো! সঙ্গে পর্তুগালের আরও ৯ ফুটবলার

কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে পর্তুগাল। কিন্তু তার পরেও দেশে ফিরছেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-সহ ১০ ফুটবলার। কাতারেই রয়েছেন তাঁরা।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হেরে ছিটকে গিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হেরে ছিটকে গিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২২ ১৭:২২
Share: Save:

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হেরে ছিটকে গিয়েছে পর্তুগাল। কিন্তু তার পরেও দেশে ফিরছেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-সহ পর্তুগালের ১০ ফুটবলার। কাতারে রয়েছেন তাঁরা।

পর্তুগালের ফুটবল ফেডারেশন জানিয়েছে, রোনাল্ডো, বের্নার্ডো সিলভা, ব্রুনো ফের্নান্দেস, দিয়োগো দালত, রুবেন নেভেস, রুই প্যাট্রিসিয়ো, রাফায়েল গুয়েরেরো, রাফায়েল লিয়াও, জোয়াও কানসেলো ও মাহেউস নুনেস এখনই দেশে ফিরে আসছেন না। কাতারে রয়েছেন তাঁরা। বাকি ১৪ জন রবিবার পর্তুগালে ফিরছেন। তবে কেন রোনাল্ডোরা ফিরছেন না সে বিষয়ে কিছু জানায়নি পর্তুগালের ফুটবল ফেডারেশন।

মরক্কোর কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে পর্তুগাল। বিশ্বকাপ জেতার স্বপ্ন ভেঙে গিয়েছে রোনাল্ডোর। এ বারই হয়তো নিজের শেষ বিশ্বকাপ খেলে ফেলেছেন তিনি। ছিটকে যাওয়ার পরে কান্নায় ভেঙে পড়েছেন রোনাল্ডো। সবার আগে সাজঘরে ফিরেছেন তিনি।

কোয়ার্টার ফাইনালে প্রথম একাদশে ছিলেন না রোনাল্ডো। পরিবর্ত হিসাবে দ্বিতীয়ার্ধে নেমেছিলেন। পর্তুগাল হেরে যাওয়ার পরে রোনাল্ডোকে প্রথম থেকে না খেলানোয় কোচের দিকে আঙুল তুলেছেন তাঁর বান্ধবী। জর্জিনা নিজের ইনস্টাগ্রামে লিখেছেন, ‘‘তোমার (পড়ুন রোনাল্ডো) বন্ধু ও কোচ ভুল সিদ্ধান্ত নিয়েছে। সেই বন্ধু, যাকে তুমি এক সম্মান কর। সেই বন্ধু, যে শেষ পর্যন্ত তোমাকে মাঠে নামাল। তার পর দেখল সব কিছু কেমন বদলে গিয়েছে। কিন্তু তত ক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে।’’

রোনাল্ডোকে দলের বাইরে রেখে স্যান্টোস দলকে ডুবিয়েছেন বলে অভিযোগ করেছেন জর্জিনা। তিনি লিখেছেন, ‘‘তুমি বিশ্বের সেরা ফুটবলারকে এ ভাবে অবহেলা করতে পার না। তোমার দলের সেরা অস্ত্রকেই তুমি বসিয়ে রেখেছ। এটা ঠিক নয়। জীবন আমাদের শিক্ষা দেয়। আমরা হারিনি। আমরা শিখেছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE